কাতারে মার্কিনী
কাতারে আমেরিকানরা একটি বৃহৎ প্রবাসী সম্প্রদায় যাদের সংখ্যা ১৯৯৯ সালে প্রায় ৩,৮০০ । সাম্প্রতিক বছরগুলিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয় এবং বিভিন্ন অনুমান এখন কাতারে আমেরিকানদের সংখ্যা ১৫,০০০ পর্যন্ত ছাড়িয়েছে।[১] দেশটির মধ্যে বেশিরভাগ আমেরিকানদের রাজধানী দোহাতে থাকার প্রবণতা রয়েছে এবং তারা মূলত পারস্য উপসাগরীয় রাজ্যের কর-মুক্ত প্রলোভনের দ্বারা আকৃষ্ট হয়। আমেরিকান প্রবাসীরা বেশ কিছু কমিউনিটি সংগঠন, মিটআপ এবং গেট-টুগেদার চালায়। এছাড়াও কাতার জুড়ে অনেক আমেরিকান স্কুল রয়েছে, যেখানে প্রায়ই মার্কিন শিক্ষক এবং ছাত্র থাকে।
মোট জনসংখ্যা | |
---|---|
১৫,০০০ (২০১৪) [১] | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
দোহা | |
ভাষা | |
ইংরেজি (মার্কিন ইংরেজি) · আরবি | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
মার্কিনী |
শিক্ষা
সম্পাদনাকাতারের আমেরিকান স্কুলগুলির মধ্যে রয়েছে:
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Qatar´s population by nationality"। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২২।