কাতারের জাতীয় পতাকা
কাতারের জাতীয় পতাকার (আরবি: علم قطر) অনুপাত ১১:২৮। এটি মেরুন বর্ণের; এর পতাকাদন্ডের দিকের অংশে একটি চওড়া খাঁজকাটা সাদা অংশ রয়েছে। এটিই বিশ্বের একমাত্র পতাকা যার প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণেরও বেশি।
নাম | আল-আদাম (সমর্থন পতাকা) |
---|---|
ব্যবহার | জাতীয় পতাকা এবং ensign |
অনুপাত | ১১:২৮ |
গৃহীত | ৯ জুলাই ১৯৭১ |
অঙ্কন | পতাকা দণ্ডের দিকে সাদা ব্যান্ড যা অপর পাশের মেরুন অঞ্চল থেকে ৯টি ত্রিভুজাকৃতির খাঁজ বিশিষ্ট দ্বারা পৃথক |
কাতারের পতাকার রূপভেদ | |
ব্যবহার | বিমান বাহিনীর পতাকা |
তাৎপর্য
সম্পাদনাকাতারের পতাকার বর্ণগুলির তাৎপর্য হলো
- সাদা বর্ণটি শান্তির প্রতীক
- মেরুন বর্ণটি কাতারের বিভিন্ন যুদ্ধের প্রতীক
- নয়টি সাদা শীর্ষযুক্ত খাঁজকাটা রেখাটি নির্দেশ করে যে, কাতার হলো ১৯১৬ সালের কাতারী-ব্রিটিশ চুক্তি অনুসারে পারস্য উপসাগরের আমির-শাসিত রাজ্যগুলির মধ্যে নবম।
ইতিহাস
সম্পাদনাপতাকাটি চালু হয় ১৯৭১ সালের জুলাই ৯ তারিখে। এটির নকশা বাহরাইনের জাতীয় পতাকার অনুরূপ, কেবল অনুপাত ও বর্ণগুলি আলাদা। মেরুন বর্ণের অংশটি আসলে লাল ছিলো, কিন্তু প্রথম পতাকাটি রঙ করার পর রোদে শুকাতে দেয়া হয়, এবং লাল অংশটি ফিকে হয়ে মেরুন হয়ে যায়। পতাকার প্রারম্ভিক নির্মাতার কাছে এই মেরুন বর্ণটি ভালো লাগায় সেটাকেই পতাকার মূল বর্ণ হিসাবে বেছে নেয়া হয়।[১] এই বিশেষ মেরুন বর্ণ এখন 'কাতার লাল' নামে পরিচিত।
ঐতিহাসিক পতাকাসমূহ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Flag of Qatar"। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৭।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |