কাঠাল বুড়ির বাগান
১৯৮৮ সালের বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র
কাঠাল বুড়ির বাগান ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী শিশুতোষ চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন তারিন জাহান এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন সুবর্ণা মুস্তাফা ও হুমায়ূন ফরীদি। এটি তারিনের প্রথম ছবি।[১][২][৩] এটি পরিচালনা করেন বাদল রহমান।[৪][৫]
কাঠাল বুড়ির বাগান | |
---|---|
পরিচালক | বাদল রহমান |
রচয়িতা | বাদল রহমান |
শ্রেষ্ঠাংশে | |
মুক্তি |
|
স্থিতিকাল | ৪৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়ে
সম্পাদনাসঙ্গীত
সম্পাদনাপালাবি কোথায়? | |
---|---|
সৈয়দ আব্দুল হাদী, চিত্রা সুলতানা, দোদুল, শুকলা আচার্য কর্তৃক শব্দ শিরোনাম | |
মুক্তির তারিখ | ১৯৯৭ |
ঘরানা | ছায়াছবির গান |
ভাষা | বাংলা |
পালাবি কোথায়? শব্দ শিরোনাম - শিরোনাম তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "চোরা রে তোর সাহস কত?" | দেবাশিস সরকার | চিত্রা সুলতানা | |
২. | "আমি তো ভাই আধা পাগল" | দেবাশিস সরকার | সৈয়দ আব্দুল হাদী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নতুন চলচ্চিত্রে তারিন"। দৈনিক ইত্তেফাক। ২০১৯-০৯-২৭। ২০২২-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৪।
- ↑ "সচেতন হলে এমন পরিস্থিতি হতো না: তারিন"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৪।
- ↑ "অনবদ্য তারিন জাহান"। যায়যায়দিন। ২০২২-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৪।
- ↑ "একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন এখন কী করছেন?"। ঢাকা টাইমস। ২০২১-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৪।
- ↑ "স্মরণে-শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা বাদল রহমান"। নিরাপদ নিউজ। ২০২১-০৬-১১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৪।