কাঠালীঘাটা
কাঠালীঘাটা গ্রামটির অবস্থান ঢাকার জেলার দোহার এবং নবাবগঞ্জ দুইটি উপজেলাতেই আংশিকভাবে অবস্থিত। গ্রামটির দোহার উপজেলা অংশটি রাইপাড়া ইউনিয়ন[১] এর অধীনস্থ এবং নবাবগঞ্জ অংশটি বান্দুরা ইউনিয়ন[২] এর অধীনস্থ। গ্রামটির অধিবাসীরা দুইটি উপজেলার বাসিন্দা হলেও, দুইটি উপজেলা একই সংসদীয় আসনে (ঢাকা-১) এ অবস্থিত হওয়ায় একই নির্বাচনে অংশ নেন। তবে উপজেলা বা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই গ্রামের বাসিন্দারা পৃথকভাবে সরকার নির্ধারিত সময়ে ভোট দেন।
কাঠালীঘাটা | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশে কাঠালীঘাটার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৮′১৫″ উত্তর ৯০°০৭′৪০″ পূর্ব / ২৩.৬৩৭৪৪৮° উত্তর ৯০.১২৭৮২৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | নবাবগঞ্জ উপজেলা দোহার উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ভৌগলিক অবস্থানের গুরুত্ব
সম্পাদনাকাঠালীঘাটা গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা সড়কটি দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংযোগ সড়ক হিসেবে বিবেচিত হয়। নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা থেকে কাঠালীঘাটা, বউ বাজার হয়ে সড়কটি দোহার থানার প্রাণকেন্দ্র জয়পাড়ায় গিয়ে মিলিত হয়।
বিদ্যালয়
সম্পাদনা- কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
সম্পাদনা- মাওলানা ইমারত হুছাইন মসজিদ মাদ্রাসা।
- কাঠালীঘাটা আল মদিনা জামে মসজিদ মাদ্রাসা।
অন্যান্য
সম্পাদনাকাঠালীঘাটা গ্রামের তীর ঘেঁষে বয়ে গেছে পদ্মা-ইছামতী সংযোগ খাল (সাহেবখালী)। প্রাচীনকালে এই সংযোগ খালকে কেন্দ্র করেই এই গ্রামের যাতায়াত ব্যবস্থা ও ব্যবসার গতি নির্ধারিত হতো। দোহার-নবাবগঞ্জের সীমান্ত অঞ্চল হিসেবে বিবেচিত হয় এই গ্রামটি।
আরও পড়ুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৪।