কাঠবিড়ালী (দ্ব্যর্থতা নিরসন)
কাঠবিড়ালীবলতে যা বোঝানো হতে পারে -
- কাঠবিড়ালী –রোডেনশিয়া বর্গের স্কিউরিডে গোত্রের অনেকগুলো ছোট বা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রজাতির প্রাণী।
- কাঠবিড়ালী (চলচ্চিত্র) –বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র।
আরও দেখুন
সম্পাদনা- হজসনের উড়ন্ত কাঠবিড়ালি – উড়ন্ত কাঠবিড়ালি বাংলাদেশ ছাড়াও ভুটান, ভারত ও নেপালে পাওয়া যায়।
- বহুরঙা উড়ন্ত কাঠবিড়ালি – উড়ন্ত কাঠবিড়ালি বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামে পাওয়া যায়।
- পাল্লার কাঠবিড়ালি – বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মালয়েশিয়া, তাইওয়ান, মায়ানমার ও থাইল্যান্ডে পাওয়া যায়।