কাটিগড়া বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

কাটিগড়া বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।

কাটিগড়া
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৫ নং চিহ্নিত কেন্দ্রটি কাটিগড়া
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ১৫ নং চিহ্নিত কেন্দ্রটি কাটিগড়া
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকাছাড়
কেন্দ্র নং.১৫
লোকসভা কেন্দ্র২. শিলচর
নির্বাচনী বছর১,৮৮,৬৭৭ (২০২১)

ভোটার পরিসংখ্যান

সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৮৮,৬৭৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯৬,৯৭৯ জন এবং নারী ভোটার ৯১,৬৯৮ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪৬।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৬০,৯৬০ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,১১৩ জন এবং নারী ভোটার ৭৫,৮৪৭ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩৭,৪২২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৪,০১০ জন এবং নারী ভোটার ৬৩,৪১২ জন।[]

বিধানসভার সদস্য

সম্পাদনা
নির্বাচন বিধায়ক[] দল সময়কাল
২০২১ খলিল উদ্দিন মজুমদার আইএনসি ২০২১-বর্তমান
২০১৬ অমর চাঁদ জৈন বিজেপি ২০১৬-২০২১
২০১১ আতাউর রহমান মাজারভুঁইয়া এআইইউডিএফ ২০০৬-১৬
২০০৬
২০০১ কালী রঞ্জন দেব বিজেপি ১৯৯১-২৯০৬
১৯৯৬
১৯৯১
১৯৮৫ আব্দুল হামিদ মজুমদার আইসিএস ১৯৮৫-৯১
১৯৮৩ নেপাল চন্দ্র দাস আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ আব্দুল কাইয়ুম চৌধুরী ১৯৭৮-৮৩
১৯৭২ আব্দুল হামিদ মজুমদার ১৯৭২-৭৮
১৯৬৭ এ.কে.এন হক ১৯৬৭-৭২
১৯৬২ তারাপদ ভট্টাচার্য স্বতন্ত্র ১৯৬২-৬৭
১৯৫৭ হেমচন্দ্র চক্রবর্তী আইএনসি ১৯৫৭-৬২
১৯৫১ নামোয়ার আলী বড়ভূঁইয়া ১৯৫১-৫৭

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০২১ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : কাটিগড়া[]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস খলিল উদ্দিন মজুমদার ৮৩,২৬৮ ৫১.২২% +৩৯.১৩
বিজেপি গৌতম রায় ৭৬,৩২৯ ৪৬.৯৫% +২.৯২
স্বতন্ত্র হেলাল আহমেদ তালুকদার ৫৬৩ ০.৩৫% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ২,৪১৭ ১.৪৮%
জয়ের ব্যবধান ৬,৯৩৯ ৪.২৭% -২.২২
ভোটার উপস্থিতি ১,৬২,৫৭৭ ৮৬.০১% +১.৫১
বিজেপি থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : কাটিগড়া[]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি অমর চাঁদ জৈন ৫৯,৭৫৪ ৪৪.০৩ +২৫.৩৭
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা খলিল উদ্দিন মজুমদার ৫০,৯৫৬ ৩৭.৫৪ +৫.১১
কংগ্রেস আতাউর রহমান মাজারভূঁইয়া ১৬,৪১৮ ১২.০৯ -১৪.৩৩
স্বতন্ত্র ত্রয়বাসী দাস ১,৯৪৯ ১.৪৩ অপ্রযোজ্য
সিপিআই মইনুল হক ১,৩৭২ ১.০১ অপ্রযোজ্য
স্বতন্ত্র সমুজ্জ্বল দাস ৯০৬ ০.৬৬ অপ্রযোজ্য
স্বতন্ত্র হানিফ আলম মাজারভূঁইয়া ৮২৯ ০.৬০ অপ্রযোজ্য
এসপি আলাউদ্দিন চৌধুরী ৫৫২ ০.৪০ -০.৪৪
স্বতন্ত্র সালেহ আহমেদ তালুকদার ৫৪১ ০.৩৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র অরুণ কর্মকার ৪২৫ ০.৩১ অপ্রযোজ্য
স্বতন্ত্র রফিকুজ্জামান লস্কর ৩৫৬ ০.২৬ অপ্রযোজ্য
স্বতন্ত্র মহেন্দ্র সিংহ ২৮৪ ০.২০ অপ্রযোজ্য
জেসিপি সুজাতা সিংহ ২৭৩ ০.২০ অপ্রযোজ্য
স্বতন্ত্র দীপক লাল দাস ১৮৪ ০.১৩ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৯০৬ ০.৬৬ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৮,৮০৮ ৬.৪৯ +০.৫০
ভোটার উপস্থিতি ১,৩৫,৭১২ ৮৫.৫০ +৯.৪৬
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে বিজেপি অর্জন করেছে সুইং

২০১১ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : কাটিগড়া
দল প্রার্থী ভোট % ±%
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা আতাউর রহমান মাজারভূঁইয়া ৩৩,২২৬ ৩২.৪১
কংগ্রেস আনোয়ারুল হক ২৭,০৮৪ ২৬.৪২
বিজেপি অনিল চন্দ্র দে ১৯,১৩৩ ১৮.৬৬
স্বতন্ত্র অমর চাঁদ জৈন ১২,৮০৮ ১২.৪৯
অগপ অনুপ কুমার দত্ত ৩,৮৯২ ৩.৮০
তৃণমূল কুমারজিৎ দেব ২,১৪৮ ২.১০
স্বতন্ত্র শাহাবুদ্দিন ১,৮৮০ ১.৮৩
স্বতন্ত্র অসিত চন্দ্র দে ১,৫০১ ১.৪৬
এসপি অলক সেন ৮৫৭ ০.৮৪
সংখ্যাগরিষ্ঠতা ৬,১৪২ ৫.৯৯
ভোটার উপস্থিতি ১,০২,৫২৯ ৭৫.০৪
কংগ্রেস থেকে নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About katigora constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/katigorah-election-result-s03a015/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)। 
  6. "katigorah Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs"। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬