কাঞ্চননগর ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন
(কাঞ্চন নগর ইউনিয়ন থেকে পুনর্নির্দেশিত)

কাঞ্চননগর বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

কাঞ্চননগর
ইউনিয়ন
৭নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ
কাঞ্চননগর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কাঞ্চননগর
কাঞ্চননগর
কাঞ্চননগর বাংলাদেশ-এ অবস্থিত
কাঞ্চননগর
কাঞ্চননগর
বাংলাদেশে কাঞ্চননগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪২′ উত্তর ৯১°৫১′ পূর্ব / ২২.৭০০° উত্তর ৯১.৮৫০° পূর্ব / 22.700; 91.850 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানরশিদ উদ্দিন চৌধুরী কাতেব
আয়তন
 • মোট৫৯.১৩ বর্গকিমি (২২.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৯,২৫৮
 • জনঘনত্ব৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৩.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কাঞ্চননগর ইউনিয়নের আয়তন ১৪,৬১২ একর (৫৯.১৩ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঞ্চননগর ইউনিয়নের মোট জনসংখ্যা ২৯,২৫৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,৩৬৮ জন এবং মহিলা ১৪,৮৯০ জন। মোট পরিবার ৫,৪২৭টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার পূর্বাংশে কাঞ্চননগর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে পাইন্দং ইউনিয়নফটিকছড়ি পৌরসভা, দক্ষিণে ফটিকছড়ি পৌরসভালেলাং ইউনিয়ন, পূর্বে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়ন এবং উত্তরে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নমানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ফটিকছড়ি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৬টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • উত্তর কাঞ্চননগর
  • মধ্য কাঞ্চননগর
  • দক্ষিণ কাঞ্চননগর
  • পশ্চিম কাঞ্চননগর
  • মানিকপুর
  • ১৭নং লট রক্তছড়ি
  • আরাজি ফেনুয়া

ইতিহাস

সম্পাদনা

১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক কাঞ্চনপুর এবং মানিকপুর এই দুইটি গ্রাম নিয়ে কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ গঠন করেন। বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ।[]

নামকরণ

সম্পাদনা

এটা বিশ্বাস করা হয়ে থাকে যে, বহুকাল পূর্বে জনমানবহীন এই এলাকাটি গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল ও এখানে জ্বীন পরীরা বাস করত। কাঞ্চনপরী ছিল জ্বীনপরীদের সর্দার। পরবর্তীকালে ধর্মপ্রচারক মনগাজী শাহ্ ও রুস্তম ফকির এই বিরল জনপদে এসে আস্তানা গড়ে তোলেন এবং জ্বীন পরীদের ছেলেমেয়েদের শিক্ষাদান করেন। তবে জ্বীন পরীরা বেশি দিন এখানে থাকতে পারেনি। জ্বীন সর্দার কাঞ্চন পরীর নাম হতে এলাকার নাম কাঞ্চনপুর বা কাঞ্চননগর হয়।[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাঞ্চননগর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৩.৮%।[] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
মাদ্রাসা[]
প্রাথমিক বিদ্যালয়
  • ইঞ্জিনিয়ার এস এম ফরহাদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর মোহাম্মদ রাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর সতীশ মহাজন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শ্বেতকুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী জান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী নজির আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
ইবতেদায়ী মাদ্রাসা
  • কাঞ্চননগর রহমানিয়া মইনিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা
  • মানিকপুর গাউছিয়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ফটিকছড়ি-কাঞ্চননগর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়নে ৩৩টি মসজিদ, ৮টি ঈদগাহ ও ১৭টি মন্দির রয়েছে।

অর্থনীতি

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়ন চট্টগ্রাম-এর শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত। কাঞ্চননগর ইউনিয়ন থেকে শীতকালে প্রচুর পরিমাণে শীতকালীন সবজী চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন শহরে যোগান দিয়ে থাকে। বিশেষ করে মুলা, বেগুন (বিশেষ জাতের শুতা বেগুন), মিষ্টি মরিচ, ফুলকপি, পাতাকপি, শিম, মিষ্টি কুমড়া, দেশীয় জাতের আলু, মিষ্টি আলু, বিভিন্ন প্রজাতির শাক সহ অরো অনেক রকমের সবজী। কাঞ্চননগর ইউনিয়নে প্রচুর পরিমানে মুলা ও বেগুন জন্মে। চট্টগ্রামের সিংহভাগ সবজি এই ইউনিয়ন থেকে সরবরাহ করা হয়। কাঞ্চননগর ইউনিয়নে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়।

খাল ও নদী

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কাঞ্চননগর ধুরুং খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পূর্ব তেমুহনী বাজার, পশ্চিম তেমুহনী বাজার, রাজা রাস্তার বাজার, কাঞ্চুরহাট এবং ছমুরহাট।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

কাঞ্চননগর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

  • রুস্তম ফকির জামে মসজিদ; দক্ষিণ কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
  • উকিল বাড়ী জামে মসজিদ; দক্ষিণ কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
  • হযরত আবদুল গণি কাঞ্চনপুরী (রহঃ) মাজার; মানিকপুর গ্রামে অবস্থিত।
  • হযরত আব্দুল মালেকশাহ্ (রহঃ) এর মাজার;দক্ষিণ কাঞ্চন নগর গ্রামে অবস্থিত।
  • হযরত আব্দুল হাদী কাঞ্চনপুরী (রহঃ) এর মাজার; দক্ষিণ কাঞ্চন নগর গ্রামে অবস্থিত।
  • কাঞ্চননগর জগন্নাথ মন্দির; মধ্য কাঞ্চননগর গ্রামে অবস্থিত।
  • কাঞ্চননগর রক্তছড়ি চা বাগান; ১৭নং লট রক্তছড়ি গ্রামে অবস্থিত।
  • জেরিননগর চা বাগান।
  • কাঞ্চননগর রাবার বাগান।

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: রশিদ উদ্দিন চৌধুরী কাতেব[]
চেয়ারম্যানগণের তালিকা[১০]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ফজল বারী
০২ আবদুল মোনায়েম চৌধুরী
০৩ সতীশ চন্দ্র মহাজন
০৪ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী
০৫ নাজমুল আজম চৌধুরী
০৬ মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী
০৭ খায়রুল বশর (ভারপ্রাপ্ত)
০৮ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব ২০১১-বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  3. "৭নং কাঞ্চন নগর ইউনিয়নের ইতিহাস - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd 
  6. "কাঞ্চননগর ধুরুং খাল - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  7. "কাঞ্চননগর ইউনিয়নের হাট বাজার - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  8. "দর্শনীয়স্থান - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  9. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  10. "কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - কাঞ্চনগর ইউনিয়ন - কাঞ্চনগর ইউনিয়ন"kanchannagorup.chittagong.gov.bd। ২৬ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা