কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র
ত্রিপুরা বিধানসভা কেন্দ্র
কাঞ্চনপুর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি তফসিলি উপজাতির সদস্যদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সাত বার)।[৬]
কাঞ্চনপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
দেশ | ভারত |
রাজ্য | ত্রিপুরা |
জেলা | উত্তর ত্রিপুরা |
কেন্দ্র নং | ৬০ |
লোকসভা | ত্রিপুরা পূর্ব |
সংরক্ষণ | তফসিলি উপজাতি |
ভোটদাতা | ৪২,০২৮ (২০১৮)[১] |
ভোটার পরিসংখ্যান
সম্পাদনা২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৪২,০২৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২১,৪২৮ জন এবং নারী ভোটার ২০,৬০০ জন। কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৬১। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩৭,৮৯৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৯,৪০১ জন এবং নারী ভোটার ১৮,৪৯৪ জন।
বিধানসভার সদস্য
সম্পাদনানির্বাচন | বিধায়ক[৭] | দল | সময়কাল | |
---|---|---|---|---|
১৯৬৭ | রাইমণি রিয়াং চোধুরী | কংগ্রেস | ১৯৬৭-৭৭ | |
১৯৭২ | ||||
১৯৭৭ | মান্দিদা রিয়াং | সিপিআই(এম) | ১৯৭৭-৮৩ | |
১৯৮৩ | লেনপ্রসাদ মালসাই | ১৯৮৩-৮৮ | ||
১৯৮৮ | দ্রাবকুমার রিয়াং | ত্রিপুরা উপজাতি যুব সমিতি | ১৯৮৮-৯৩ | |
১৯৯৩ | লেনপ্রসাদ মালসাই | সিপিআই(এম) | ১৯৯৩-৯৮ | |
১৯৯৮ | বিন্দুরাম রিয়াং | ১৯৯৮-২০০৩ | ||
২০০৩ | রাজেন্দ্র রিয়াং | ২০০৩-১৮ | ||
২০০৮ | ||||
২০১৩ | ||||
২০১৮ | প্রেমকুমার রিয়াং | আইপিএফটি | ২০১৮-বর্তমান |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৮ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আইপিএফটি | প্রেমকুমার রিয়াং | ১৯,৪৪৮ | ৫২.৫৩ | ||
সিপিআই(এম) | রাজেন্দ্র রিয়াং | ১৫,৩১৭ | ৪১.৩৭ | ||
ইন্ডিজেনাস নেশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা | সিন্দ্রাই রিয়াং | ৮৫৬ | ২.৩১ | ||
আমরা বাঙালি | কর্ণধন চাকমা | ৪০০ | ১.০৮ | ||
কংগ্রেস | রঞ্জিতকুমার রিয়াং | ৩৮৬ | ১.০৪ | ||
টিএলএসপি | প্রণেন্দ্র রিয়াং | ২৭২ | ০.৭৩ | ||
উপরের কোনটিই নয় | উপরের কোনটিই নয় | ৩৪৭ | ০.৯৪ | অপ্রযোজ্য | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪,১৩১ | ১১.১৬ | |||
ভোটার উপস্থিতি | ৩৭,০২৬ | ৮৮.১০ | |||
সিপিআই(এম) থেকে আইপিএফটি অর্জন করেছে | সুইং |
২০১৩ ফলাফল
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
সিপিআই(এম) | রাজেন্দ্র রিয়াং | ১৭,১৮৬ | ৫০.১৩ | ||
ইন্ডিজেনাস নেশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা | দ্রাবকুমার রিয়াং | ১৬,১০৫ | ৪৬.৯৮ | ||
উপরের কোনটিই নয় | উপরের কোনটিই নয় | ৯৯২ | ২.৮৯ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৮১ | ৩.১৫ | |||
ভোটার উপস্থিতি | ৩৪,৩২৮ | ৯০.৫৯ | |||
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)। ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।
- ↑ Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"। eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura"। ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
- ↑ "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India"।
- ↑ "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"। www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০।
- ↑ Sitting and Previous MLAs from কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র
- ↑ "List of Wiining MLA's from Kanchanpur Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬।
- ↑ "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India"। eci.gov.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।
- ↑ https://eci.gov.in/files/file/3313-tripura-2013/