কাজাখস্তান পুরুষ জাতীয় ফিল্ড হকি দল
কাজাখস্তান পুরুষ জাতীয় ফিল্ড হকি দল পুরুষদের আন্তর্জাতিক ফিল্ড হকি খেলায় কাজাখস্তানের প্রতিনিধিত্ব করে। এটি কাজাখস্তান হকি ফেডারেশন কর্তৃক নিয়ন্ত্রিত।[২]
অ্যাসোসিয়েশন | কাজাখস্তান হকি ফেডারেশন | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
কনফেডারেশন | এএইচএফ (এশিয়া) | ||||||||
এফআইএইচ র্যাঙ্কিং | |||||||||
বর্তমান | ৮৯ ৫ (২ জুন ২০২২)[১] | ||||||||
এশিয়ান গেমস | |||||||||
উপস্থিতি | ২ (১৯৯৪- প্রথম) | ||||||||
সেরা ফলাফল | ৬ষ্ঠ (১৯৯৪) | ||||||||
পুরুষ হকি এশিয়া কাপ | |||||||||
উপস্থিতি | ১ (১৯৯৩-প্রথম) | ||||||||
সেরা ফলাফল | ৫ম (১৯৯৩) | ||||||||
পদকের তথ্য
|
১৯৯৪ ও ২০১৮ সালে কাজাখস্তান এশিয়ান গেমসের হকিতে অংশ নিয়েছে এবং ১৯৯৩ সালে এশিয়া কাপে অংশ নিয়েছে।[৩]
রেকর্ড
সম্পাদনাএশিয়ান গেমস
সম্পাদনা- ১৯৯৪ – ৬ষ্ঠ
- ২০১৮ – ১১শ
এশিয়া কাপ
সম্পাদনা- ১৯৯৩ – ৫ম
এএইচএফ কাপ
সম্পাদনা- ২০১২ – ৯ম
- ২০২২ – ৪র্থ
এএইচএফ মধ্য এশিয়া কাপ
সম্পাদনা- ২০১৯ –
হকি বিশ্ব লিগ
সম্পাদনা- ২০১৬–১৭ – পর্ব ১
এফআইএইচ হকি সিরিজ
সম্পাদনা- ২০১৮–১৯ – প্রথম পর্ব
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এফআইএইচ পুরুষ ও মহিলা বিশ্ব র্যাঙ্কিং"। এফআইএইচ। ২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ২ জুন ২০২২।
- ↑ "Kazakhstan"। fih.ch। International Hockey Federation। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।
- ↑ "Field hockey - Kazakhstan"। the-sports.org। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২০।