কাই সিগবান
নোবেল পুরষ্কার বিজয়ী (১৯৮১) সুয়েডীয় পদার্থবিজ্ঞানী
কাই মান্নে বোরিয়ে সিগবান (সুইডীয়: Kai Manne Börje Siegbahn) (২০শে এপ্রিল, ১৯১৮ - ২০শে জুলাই, ২০০৭) নোবেল বিজয়ী সুয়েডীয় পদার্থবিজ্ঞানী।[১] তার বাবা কার্ল মান্নে ইয়রি সিগবান ১৯২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কাই ১৯৮১ সালে নিকোলাস ব্লোমবের্গেন ও আর্থার লিওনার্ড শলোর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। উচ্চ বিভেদনক্ষমতার (রেজোলিউশন) ইলেকট্রন বর্ণালিবীক্ষণ যন্ত্রের উন্নয়নে অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
কাই সিগবান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২০ জুলাই ২০০৭ | (বয়স ৮৯)
জাতীয়তা | সুয়েডীয় |
মাতৃশিক্ষায়তন | স্টকহোম বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | উচ্চ রিজলিউশনের ইলেকট্রন বর্ণালিবীক্ষণ |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | স্টকহোম বিশ্ববিদ্যালয় উপসালা বিশ্ববিদ্যালয় |
টীকা | |
মান্নে সিগবানের পুত্র |
প্রকাশনাসমূহ
সম্পাদনা- কাই সিগবান ছিলেন এনসাইক্লোপিডিয়া অফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ফেব্রুয়ারি ২০১০ তারিখে অন্যতম সম্পাদক।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jeremy Pearce (আগস্ট ৭, ২০০৭)। "Kai Siegbahn, Swedish Physicist, Dies at 89"। New York Times। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- কাই সিগবানের জীবন-তথ্য ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুন ২০০৬ তারিখে - নোবেলপ্রাইজ.অর্গ
- ১৯৮১ সালের ৮ই ডিসেম্বর প্রদত্ত নোবেলবক্তৃতা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ অক্টোবর ২০০৮ তারিখে
- সংক্ষিপ্ত জীবনী