কাইরনার্ভন টাউন ফুটবল ক্লাব

কাইরনার্ভন টাউন ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed Cei Connah, ইংরেজি: Caernarfon Town Football Club; এছাড়াও কাইরনার্ভন টাউন এফসি অথবা শুধুমাত্র কাইরনার্ভন টাউন নামে পরিচিত) হচ্ছে কাইরনার্ভন ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব।[][][] এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কোনাহ'স কায় নোমাডস তাদের সকল হোম ম্যাচ কাইরনার্ভনের দ্য ওভালে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শন আর্ডলি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক রবার্টস। ওয়েলশ মধ্যমাঠের খেলোয়াড় নাথান ক্রেইগ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[]

কাইরনার্ভন টাউন
পূর্ণ নামকাইরনার্ভন টাউন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ক্যানারিস, কফিস
প্রতিষ্ঠিত১৯৩৭; ৮৭ বছর আগে (1937)
মাঠদ্য ওভাল, কাইরনার্ভন[]
ধারণক্ষমতা৩,০০০
সভাপতিওয়েলস মার্ক রবার্টস
ম্যানেজারওয়েলস শন আর্ডলি[]
লিগকেমরে প্রিমিয়ার
২০১৯–২০৫ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দ্য ওভাল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 
  2. "কাইরনার্ভন টাউন ফুটবল ক্লাবের ম্যানেজার"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 
  3. "সকারওয়েতে কাইরনার্ভন টাউন"সকারওয়ে। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 
  4. "কাইরনার্ভনের ম্যাচ সম্পর্কিত সকল তথ্য"সোফাস্কোর। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 
  5. "কাইরনার্ভনের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 
  6. "কাইরনার্ভনের সকল তথ্য"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:কাইরনার্ভন টাউন ফুটবল ক্লাব