কাঁচামাটিয়া নদী

বাংলাদেশের নদী

কাঁচামাটিয়া নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জনান্দাইল উপজেলার একটি নদী।[] নদীটির দৈর্ঘ্য ৫০ কিলোমিটার, গড় প্রস্থ ১১৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক কাঁচামাটিয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পূর্বাঞ্চলের নদী নং ১০।[]

কাঁচামাটিয়া নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ময়মনসিংহ বিভাগ
জেলা ময়মনসিংহ জেলা,
উৎস সোহাগী ও সরিষা বিল, সরিষা ইউনিয়ন
মোহনা পুরাতন ব্রহ্মপুত্র নদী
দৈর্ঘ্য ৪৬.৭৫ কিলোমিটার (২৯ মাইল)

প্রবাহ

সম্পাদনা

কাঁচামাটিয়া নদীটি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ও সরিষা বিল এবং পার্শ্ববর্তী নিচু এলাকা থেকে উৎপন্ন হয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। নদীটি শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়।, কোথাও কোথাও মোটেই পানি থাকে না। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পানিপ্রবাহ থাকে না। ফলে নদীটি মৌসুমি প্রকৃতির। এই নদীতে জোয়ারভাটা খেলে না।[]

অন্যান্য তথ্য

সম্পাদনা
 
পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি দৃশ্য

কাঁচামাটিয়া নদীর গভীরতা ৩.৫ মিটার। নদী অববাহিকার আয়তন ২০০ বর্গকিলোমিটার। []

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ১৫৭, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯
  2. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। "উত্তর-পূর্বাঞ্চলের নদী"। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি (প্রথম সংস্করণ)। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ১১৭৬। আইএসবিএন 984-70120-0436-4