কহেরা নদী বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪ কিলোমিটার।[] কইয়া নদী ঘোড়াউত্রা নদী-প্রবাহের অংশ।

কহেরা নদী
দেশ বাংলাদেশ
অঞ্চল ঢাকা বিভাগ
জেলা কিশোরগঞ্জ জেলা
উৎস নিকলী উপজেলা
দৈর্ঘ্য ৪ কিলোমিটার (২ মাইল)

প্রবাহ

সম্পাদনা

কহেরা নদীর উৎপত্তি নিকলী উপজেলার সাপমারি হাওর থেকে এবং এটি ছাতিরচর ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে। পরে এটি ডালঘড়া জলারবন এবং বইখার জলাবন পেরিয়ে চর দিঘিরপাড়ে ঘোড়াউত্রা নদীতে পতিত হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ম ইনামুল হক, বাংলাদেশের নদনদী, অনুশীলন ঢাকা, জুলাই ২০১৭, পৃষ্ঠা ১৪২।