কসমিক সেক্স
কসমিক সেক্স ২০১২ সালের একটি বাংলা চলচ্চিত্র। পুতুল মাহমুদের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অমিতাভ চক্রবর্তী। রচনা করেছেন অমিতাভ চক্রবর্তী, লিয়াকত আলী এবং সুরজিৎ সেন। চিত্রগ্রহণ করেছেন রাফি মাহমুদ এবং সম্পাদনায় ছিলেন অমিতাভ চক্রবর্তী ও অমিত দেবনাথ। অভিনয়ে ছিলেন ঋ সেন, আয়ুষ্মান মিত্র, মুরারি মুখার্জি, ঋ্বক এবং পাপিয়া ঘোষাল।
কসমিক সেক্স | |
---|---|
পরিচালক | অমিতাভ চক্রবর্তী |
প্রযোজক | পুতুল মাহমুদ |
রচয়িতা |
|
শ্রেষ্ঠাংশে | |
চিত্রগ্রাহক | রাফি মাহমুদ |
সম্পাদক |
|
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
এই চলচ্চিত্রে যৌনতা এবং আধ্যাত্মিকতার মধ্যে একধরনের সংযোগের বিষয় অঙ্কন করা হয়েছে।[১] যেখানে হিন্দু এবং সুফি দেহতত্ত্বের প্রভাব রয়েছে যা প্রান্তিক পুরুষ এবং নারীদের মধ্যে আজও চর্চা হয়ে আসছে।[২]
এই চলচ্চিত্রে ঋ সেন নগ্নতার দৃশ্য প্রদর্শনের জন্য আলোচিত হন; এর আগেও তিনি কৌশিক মুখোপাধ্যায়ের গান্ডু চলচ্চিত্রে নগ্নতার দৃশ্যে অভিনয় করেছেন।[৩] ২০১২ সালে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়।[৪][৫]
কাহিনী-সংক্ষেপ
সম্পাদনাএক রাতে বাবার সাথে আঠারো বছর বয়সী কৃপার বিমাতাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং তার বাবা মারা যায়; কৃপা তার বাবাকে হত্যা করে। এরপর ভয়ে সে বাড়ি থেকে দূরে পালাতে চেষ্টা করে।
সে রাতে রাস্তায় বিভিন্ন বিপরীতমুখী চরিত্রের সন্ধান পায় কৃপা। একপর্যায়ে তার পরিচয় ঘটে দেবী নামের একজন রাস্তার পথিকের সাথে। জোনাকি নামে দেবীর একজন হিজড়া দালাল ছিলো। এরপর কৃপা দেবীর প্রতি প্রেম, যৌনতা এবং ঈর্ষার ফাঁদে পড়ে। সে আবার খুন করে। জোনাকি মারা যায়। কৃপা আবার পালিয়ে বেড়াতে থাকে।
এক ভোরে কৃপা গঙ্গার তীরে বসে ছিলো। এ সময়ে জল থেকে একজন নারীর উত্থান ঘটে। কৃপা দেখতে পায় তার মৃত মা জীবিত অবস্থায় ফিরে এসেছে! তাই সে তার মাকে অনুসরণ করে। তিনি কৃপাকে তার ঘরে নিয়ে আসেন এবং পুত্র হিসাবে গ্রহণ করেন। একটি নতুন জীবন এবং অন্যরকম জন্ম দেন। তিনি কৃপাকে তার যৌন শক্তি ব্যবহার করে নিজের মধ্যে চিন্তায় ভ্রমণ করতে শেখান।[৬]
অভিনয়ে
সম্পাদনাপুরস্কার এবং মনোনয়ন
সম্পাদনা
শিরোনাম | অনুষ্ঠানের তারিখ | বিভাগ | প্রাপক | ফলাফল |
---|---|---|---|---|
অসিয়ান'স সিনেফ্যান ফেস্টিভাল অফ এশিয়ান এ্যন্ড আরব সিনেমা | ২০১২ | শ্রেষ্ঠ অভিনেত্রী | ঋ সেন | বিজয়ী[৭][৮] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সুধিষ কামাথ (ডিসেম্বর ৩০, ২০১৪)। "A telling tale"। দ্য হিন্দু। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "Cosmic Sex: Transforming sexual energy into spiritual love"। kaahon.com। জুলাই ২৩, ২০১৪। ২ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ জিনিয়া সেন (সেপ্টেম্বর ২৫, ২০১১)। "Frontal nudity? I've shot for it long back: Rii"। দ্য টাইমস অফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "International Film Festival of Kerala 2012: What to look out for?"। bollywoodlife.com। নভেম্বর ২৩, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "International Film Festival of Kerala announces line up"। dearcinema.com। নভেম্বর ২, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "Synopsis"। cosmicsex.in। ১৯ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "Sexuality is a cult for me: OSIAN`s award winning actress"। zeenews.india.com। আগস্ট ৯, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
- ↑ "Osian's-Cinefan Film Fest: Shilpa Shukla's 'BA Pass' wins Best Film"। bollywoodlife.com। আগস্ট ৬, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ২৭, ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কসমিক সেক্স (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে কসমিক সেক্স (ইংরেজি)
- লেটারবক্সডে কসমিক সেক্স (ইংরেজি)