কল্যাণ লোকসভা কেন্দ্র
কল্যাণ লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ২০০৮ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই নির্বাচনী কেন্দ্রটি থানে জেলায় অবস্থিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর কল্যাণ শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।
কল্যাণ লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রতিষ্ঠিত | ২০০৮-বর্তমান |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব শ্রীকান্ত শিন্ডে | |
দল | শিব সেনা |
নির্বাচিত বছর | ২০১৯ |
মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল কল্যাণ লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[১]
- আম্বরনাথ বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
- উল্লাসনগর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
- কল্যাণ পূর্ব বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
- ডোম্বিভলি বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
- কল্যাণ রুরাল বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
- মুনব্রা-কাভা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি থানে জেলায় অবস্থিত।[১]
কল্যাণ লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ
সম্পাদনাকল্যাণ লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ শিব সেনা দলের সদস্য শ্রীকান্ত শিন্ডে এবং যিনি গত দুই বারের সংসদ (২০১৪[২] ও ২০১৯ [৩] )।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ >"District wise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Juggling medical careers and politics with elan: Doctors who became MPs"। DNA। ২০১৪-০৫-১৭।
- ↑ "Loksabha Election Results 2019 : महाराष्ट्रातील विजयी उमेदवारांची यादी"। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৯।
আরও পড়ুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- কল্যাণ লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- উইকিমিডিয়া কমন্সে কল্যাণ লোকসভা কেন্দ্র সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতে লোকসভা কেন্দ্রের তালিকা
- লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- লোকসভা নির্বাচন