কল্যাণজী বীরজী শাহ
কল্যাণজী বীরজী শাহ (৩০ জুন ১৯২৮ - ২৪ আগস্ট ২০০০) ছিলেন কল্যাণজী-আনন্দজী যুগলের একজন। তিনি ও তার ভাই আনন্দজী বীরজী শাহ ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ। তারা ১৯৭৫ সালে কোরা কাগজ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন।[১] কল্যাণজী ১৯৯২ সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী লাভ করেন।[২]
কল্যাণজী | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | কল্যাণজী বীরজী শাহ |
জন্ম | কুন্দ্রদি, কচ্ছ, গুজরাত, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত) | ৩০ জুন ১৯২৮
মৃত্যু | ২৪ আগস্ট ২০০৮ | (বয়স ৮০)
ধরন | চলচ্চিত্রের সুর |
পেশা | সঙ্গীত পরিচালক, সুরকার |
কার্যকাল | ১৯৫৪-২০০০ |
জীবনী
সম্পাদনাকল্যাণজী ১৯২৮ সালের ৩০শে জুন তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) গুজরাতের কচ্ছ জেলার কুন্দ্রদিতে জন্মগ্রহণ করেন। তার পিতা বীরজী শাহ ছিলেন একজন কচ্ছ ব্যবসায়ী, তিনি কচ্ছ থেকে মুম্বই চলে যান সেখানে একটি দোকান চালু করার জন্য। কল্যাণজীর ছোট ভাই আনন্দজী বীরজী শাহ এবং তার ছোট ভাই ও তার স্ত্রীর যুগলবন্দি বাবলা ও কাঞ্চনও সুরকার।
তার পুত্র বিজু শাহও একজন সঙ্গীত পরিচালক ও সুরকার।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাআনন্দজী বীরজী শাহের সাথে যৌথভাবে কল্যাণজী-আনন্দজী যুগল গড়ে ওঠার পূর্বে তিনি এককভাবে কয়েকটি চলচ্চিত্রের গানের সুর করেন। সেগুলো হল
- সম্রাট চন্দ্রগুপ্ত (১৯৫৮)
- পোস্ট বক্স নং ৯৯৯ (১৯৫৮)
- বেদর্দ জমানা ক্যায়া জানে (১৯৫৯)
- ঘর ঘর কি বাত (১৯৫৯)
- ও তেরা ক্যায়া কেহনা (১৯৫৯)
- দিল্লি জংশন (১৯৬০)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Viju Shah On Kalyanjibhai"। স্ক্রিন। ২৭ আগস্ট ২০০৪। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২০।