কলম্বিয়ার ভূগোল
কলম্বিয়া প্রজাতন্ত্র দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত হলেও এর কিছু অংশ মধ্য আমেরিকায় পড়েছে। এর উত্তর-পশ্চিম সীমান্তে পানামা; পূর্বে ভেনিজুয়েলা ও ব্রাজিল; দক্ষিণে ইকুয়েডর এবং পেরু[১] এবং সমুদ্রসীমায় কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং হাইতি অবস্থিত।[২][৩]
মহাদেশ | দক্ষিণ আমেরিকা |
---|---|
অঞ্চল | উত্তরাংশ |
স্থানাঙ্ক | ৪°০০′ উত্তর ৭২°০০′ পশ্চিম / ৪.০০০° উত্তর ৭২.০০০° পশ্চিম |
আয়তন | ২৫তম |
• মোট | ১১,৩৮,৯১০ কিমি২ (৪,৩৯,৭৪০ মা২) |
• স্থলভাগ | ৯১.২০% |
• জলভাগ | ৮.৮০% |
উপকূলরেখা | ৩,২০৮ কিমি (১,৯৯৩ মা) |
সীমানা | ৬,৬৭২ কিমি (৪,১৪৬ মা) ভেনিজুয়েলা: ২,৩৪১ কিমি ব্রাজিল: ১,৭৯০ কিমি পেরু ১,৪৯৪ কিমি ইকুয়েডর ৭০৮ কিমি পানামা ৩৩৯ কিমি |
সর্বোচ্চ বিন্দু | পিকো ক্রিস্টোবাল কোলোন ৫,৭৭৫ মিটার (১৮,৯৪৭ ফুট) |
সর্বনিম্ন বিন্দু | প্রশান্ত মহাসাগর ০ মিটার (০ ফুট) |
দীর্ঘতম নদী | মাগদালেনা নদী ১,৫২৮ কিমি (৯৪৯ মা) |
বৃহত্তম হ্রদ | টোটা হ্রদ ৫৫ কিমি২ (২১ মা২) |
এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল | ৮,০৮,১৫৮ কিমি২ (৩,১২,০৩২ মা২) |
প্রাকৃতিক সম্পদ
সম্পাদনাকলম্বিয়ার প্রাকৃতিক সম্পদ বৈচিত্র্যময় এবং বিস্তৃত যার অধিকাংশ অঞ্চল এবং মহাসাগরীয় এলাকায় এখনও অনাবিষ্কৃত রয়েছে। কলম্বিয়ার গুয়াজিরা উপদ্বীপের সেরেজোন অঞ্চলে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কয়লা খনি রয়েছে। এর পূর্বাঞ্চলিয় সমভূমিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আহরণ কেন্দ্র রয়েছে। কলম্বিয়া পান্নার প্রধান উৎপাদক এবং স্বর্ণ, রৌপ্য, আকরিক লৌহ, লবণ, প্ল্যাটিনাম, খনিজ তেল, নিকেল, তামা, জলবিদ্যুৎ ও ইউরেনিয়ামের গুরুত্বপূর্ণ উত্তোলনকারী দেশ।[৪]
পরিসংখ্যান
সম্পাদনাআয়তন: মোট: ১১,৩৮,৯১০ কিমি২ (৪,৩৯,৭৪০ মা২)।
স্থল সীমানা: মোট: ৬,৬৭২ কিমি।
উপকূলরেখা: মোট: ৩,২০৮ কিমি (ক্যারিবিয়ান সাগর ১,৭৬০ কিমি, উত্তর প্রশান্ত মহাসাগর ১,৪৪৮ কিমি)।
একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল: মোট: ৮,০৮,১৫৮ কিমি২ (৩,১২,০৩২ মা২)।
জলবায়ু: উপকূল এবং পূর্বাঞ্চলিয় সমভূমি বরাবর ক্রান্তীয়; উচ্চভূমিতে শীতল জলবায়ু।
ভূ-উচ্চতা: সমতল উপকূলীয় নিম্নভূমি, কেন্দ্রীয় উচ্চভূমি, উচ্চ আন্দিজ পর্বতমালা, পূর্বাঞ্চলিয় নিম্নভূমি সমভূমি।
হ্রদ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Republic of Colombia shares land borders with five (5) countries"। cancilleria.gov.co।
- ↑ "Maritime borders"। cancilleria.gov.co।
- ↑ "[[বিষয়শ্রেণী:অকার্যকর বহিঃসংযোগ সহ সমস্ত নিবন্ধ]][[[উইকিপিডিয়া:অকার্যকর সংযোগ|স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]]"। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)}}
- ↑ "Encyclopedia Encarta: Natural Resources of Colombia"। Encyclopedia Encarta। 24 August 2007. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-০১-৩১ তারিখে। ২০০৯-০১-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2009-10-31। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)