কলঙ্কিনী কঙ্কাবতী
কলঙ্কিনী কঙ্কাবতী হলো একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন পীযূষ বসু এবং উত্তম কুমার।[১] এই চলচ্চিত্রটি নীহার রঞ্জন গুপ্তের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। এই চলচ্চিত্রটি ১৯৮১ সালে বীণা ফিল্মস ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মণ।[২] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী, শর্মিলা ঠাকুর, মিঠুন চক্রবর্তী।[৩][৪]
কলঙ্কিনী কঙ্কাবতী | |
---|---|
পরিচালক | পীযূষ বসু এবং উত্তম কুমার |
প্রযোজক | সুব্রত মুখোপাধ্যায় |
চিত্রনাট্যকার | পীযূষ বসু |
কাহিনিকার | নীহাররঞ্জন গুপ্ত |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সুপ্রিয়া চৌধুরী শর্মিলা ঠাকুর মিঠুন চক্রবর্তী |
সুরকার | রাহুল দেব বর্মণ |
মুক্তি | ১৯৮১ |
স্থিতিকাল | ১১৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাজমিদার রাজ শেখর রায় তার স্ত্রী সুরেশ্বরীর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। বিবাহিত হওয়া সত্ত্বেও, সে অপর্ণা বাইকে নিয়ে আসে এবং তার প্রেমে পড়ে। জমিদার বাড়ীতে এই ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। এই প্রথা থেকে ছেলেকে বাঁচাতে সুরেশ্বরী তাকে কলকাতা শহরে পাঠায় পড়াশোনার জন্য। এদিকে, রাজ শেখর রায় অপর্ণা বাইকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে থাকেন, কিন্তু তিনি অন্য একজনের প্রেমে পড়েন, যিনি রাজ শেখরের অনুচর। রাজ শেখর যখন এটি শুনেন, তিনি তার এলাকা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু সেই অনুচর মরিয়া হয়ে অপর্ণা বাইকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য তার সাথে দেখা করতে আসে। অন্য অনুচর দ্বারা, রাজ শেখর এটি সম্পর্কে জানেন, ফলস্বরূপ, রাজ শেখর দ্বারা সেই অনুচরকে হত্যা করা হয়েছিল, কিন্তু অপর্ণা বাই বেঁচে থাকে এবং একটি কন্যা কঙ্কাবতীর জন্ম দেয়। বহু বছর পরে, রাজ শেখর এটি জানতে পারে এবং অপর্ণা বাইয়ের উপর প্রতিশোধ নিতে কঙ্কাবতীকে অপহরণ করে।
বছর কেটে যায়, রাজ শেখরের ছেলে শশাঙ্ক শেখর তার বাড়িতে ফিরে আসে। এখন সে কঙ্কাবতীকে দেখে তার প্রেমে পড়ে, কিন্তু সে জানে না যে তার মা সুরেশ্বরী, নিশ্চিন্দপুরের জমিদারের মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- উত্তম কুমার
- সুপ্রিয়া চৌধুরী
- শর্মিলা ঠাকুর
- মিঠুন চক্রবর্তী
- সোমা
- অসিতবরণ মুখোপাধ্যায়
- সমিত ভঞ্জ
- সন্তু মুখোপাধ্যায়
- দীপেন আচার্য
- ডলি বাগচী
- শিবেন বন্দ্যোপাধ্যায়
- জ্যোৎস্না ব্যানার্জী
- রবিন ব্যানার্জি
- শম্ভু ভট্টাচার্য
- সুতপা ভট্টাচার্য
- রসুরাজ চক্রবর্তী
- লিলি চক্রবর্তী
- বীরেন চ্যাটার্জী
সাউন্ডট্রাক
সম্পাদনাসকল গানের সুরকার রাহুল দেব বর্মণ।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "না না কাছে এসো না" | লতা মঙ্গেশকর | ৪:৫১ |
২. | "আধো আলো ছায়া তে" | আশা ভোঁসলে, কিশোর কুমার | ৫:১৫ |
৩. | "ও আমার কাঁধের আঁচল" | আশা ভোঁসলে | ৩:৩৭ |
৪. | "বেঁধেছি বীণা" | পরবিন সুলতানা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kalankini Kankabati (1981) - Review, Star Cast, News, Photos"। Cinestaan। ২০২১-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।
- ↑ FilmiClub। "Kalankini Kankabati (1981) Complete Cast & Crew"। FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।
- ↑ "Kalankini Kankabati"। Cinemaazi (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।
- ↑ "Kalankini Kankabati (1981) Movie: Watch Full Movie Online on JioCinema"। Jiocinema (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০১।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কলঙ্কিনী কঙ্কাবতী (ইংরেজি)