কলকাতা মনোরেল হল কলকাতা শহরের প্রস্তাবিত এক মনোরেল ব্যবস্থা।

কলকাতা মনোরেল
সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়বার্ন স্ট্যান্ডার
অবস্থানকলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত
পরিবহনের ধরনদ্রুত পরিবহণ (মনোরেল)
লাইনের (চক্রপথের)
সংখ্যা
চলাচল
পরিচালক সংস্থাবার্ন স্ট্যাডার
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য২৩.৫ কিমি

ইতিহাস

সম্পাদনা

২০০৮-২০০৭ সালে বাম আমলে প্রথম কলকাতা মনোরেল তৈরির উদ্দোগ নেওয়া হয়।বজবজ থেকে রাজারহাট পর্যন্ত এই ব্যবস্থা গড়ার কথা ছিল।কিন্তু তা বাস্তবতার মুখ দেখেনি।২০১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার ও বার্ন স্ট্যান্ডা কলকাতা মনোরেল তৈরিত উদ্যোগ নিয়েছে।

বর্তমান কলকাতা মনোরেল এর প্রস্তাবিত রুট হল -

  • বজবজ - রুবি (গড়িয়াহাট)

এই রুটটির মোট দৈর্ঘ্য হবে অনুমানিক ২৩.৫ কিলোমিটার।এটি প্রিন্স আনোয়ার শাহ রোড এর উপড় দিয়ে তৈরি করা হবে।

এই মনোরেল ব্যবস্থা গড়ে তুলতে খরচ হবে ₹৪,২১৬ কোটি টাকা।[] এই খরচের সম্পূর্ণ অর্থ দেবে বার্ন স্ট্যান্ডার।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কলকাতায় মনোরেল ঘোষণা মুখ্যমন্ত্রীর"plusbangla। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "মুখ্যমন্ত্রীর প্রচেষ্ঠায় শহরে চালু হচ্ছে মনোরেল"kolkata24x7। ১ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ০৯-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা