কলকাতা উন্নয়ন সংস্থা
কলকাতা উন্নয়ন সংস্থা (আগেকার নাম ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা সিআইটি) হল পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ একটি বিধিবদ্ধ সংস্থা।[১] এটি কলকাতার সবচেয়ে পুরনো নগরোন্নয়ন সংস্থা।[২]
কলকাতার ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসে কলকাতা উন্নয়ন সংস্থার কার্যালয় | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯১২ |
যার এখতিয়ারভুক্ত | পশ্চিমবঙ্গ সরকার |
ওয়েবসাইট | http://kit.gov.in |
১৯১২ সালে সরকার-নিযুক্ত একটি কমিশনের সুপারিশ এবং জনসাধারণের মতামতের পরিপ্রেক্ষিতে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট আইন, ১৯১১ বলে এই সংস্থাটি স্থাপিত হয়। এই সংস্থার উদ্দেশ্য ছিল কলকাতার বিস্তার ঘটানো ও উন্নয়নের কাজ চালানো। ২০১১ সালে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ঘোষণা করেছিলেন কলকাতা উন্নয়ন সংস্থা কলকাতা পৌরসংস্থার সঙ্গে মিশে যাবে।[৩]
পাদটীকা
সম্পাদনা- ↑ "Welcome to KIT (Kolkata Improvement Trust)"। Kolkata Improvement Trust। ১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০১১।
- ↑ "Mahanayak Mancha comes up at Unnayan Bhawan"। The Statesman। নভেম্বর ২৩, ২০১১। ২২ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০১১।
- ↑ "Kolkata Municipal Corporation, Kolkata Improvement Trust to merge"। Daily News & Analysis। মে ২১, ২০১১। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০১১।