করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

করিমগঞ্জ উত্তর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে ১২৩ তম বিধানসভা ক্ষেত্র। এই আসনটি সংরক্ষিত আসন নয়।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (পাঁচ বার)।

করিমগঞ্জ উত্তর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩ নং চিহ্নিত কেন্দ্রটি করিমগঞ্জ উত্তর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩ নং চিহ্নিত কেন্দ্রটি করিমগঞ্জ উত্তর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগবরাক উপত্যকা
জেলাকরিমগঞ্জ
কেন্দ্র নং.১২৩
লোকসভা কেন্দ্র৭. করিমগঞ্জ
নির্বাচনী বছর২০২১
সরকার[]
 • ধরনবিধায়ক
 • বিধায়ককমলাক্ষ দে পুরকায়স্থ (কংগ্রেস)
জনসংখ্যা (২০২১)
 • মোট১,৯৯,৬০২

ভোটার পরিসংখ্যান

সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৯৯,৬০২ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০১,১৩৭ জন এবং নারী ভোটার ৯৮,৪৬৪ জন। এছাড়াও একজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। রাতাবাড়ী বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৪।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৭১,৫৪৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৯,৬৩৩ জন এবং নারী ভোটার ৮১,৯১৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৭,৮৩২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮২,৫৩১ জন এবং নারী ভোটার ৭৫,৩০১ জন।[]

বিধানসভার সদস্য

সম্পাদনা

বিধানসভার সদস্যগণ:[]

নির্বাচন বিধায়ক দল সময়কাল
২০২১ কমলাক্ষ দে পুরকায়স্থ আইএনসি ২০১১-বর্তমান
২০১৬
২০১১
২০০৬ মিশন রঞ্জন দাস বিজেপি ২০০০-১১
২০০১
২০০০
১৯৯৬ সিরাজুল হক চৌধুরী অগপ ১৯৯৬-২০০০
১৯৯১ মিশন রঞ্জন দাস বিজেপি ১৯৯১-৯৬
১৯৮৫ সিরাজুল হক চৌধুরী স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ কেতকী প্রসাদ দত্ত আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ নিশীথরঞ্জন দাস সিপিআই(এম) ১৯৭৮-৮৩
১৯৭২ আব্দুল মুক্তাদির চৌধুরী আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ রথীন্দ্রনাথ সেন স্বতন্ত্র ১৯৬২-৭২
১৯৬২
১৯৫৭ রণেন্দ্রমোহন দাস পিএসপি ১৯৫৭-৬২

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০২১ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : করিমগঞ্জ উত্তর[]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস কমলাক্ষ দে পুরকায়স্থ ৬০,৯৯৮ ৪১.৫৭% +৬.৯৫
বিজেপি ড. মানস দাস ৫২,৬৭৪ ৩৫.৮৯% +০.৬৮
স্বতন্ত্র সাহাবুল ইসলাম চৌধুরী ২৮,০৪৪ ১৯.১১% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় নেই ৫,০২৯ ৩.৪৩% অপ্রযোজ্য
জয়ের ব্যবধান ৮,৩২৪ ৫.৬৮% +৫.২৭
ভোটার উপস্থিতি ১,৪৬,৭৪৫ ৭৩.৪৫% +৪.২৪
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং -২.৮১

২০১৬ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : করিমগঞ্জ উত্তর
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস কমলাক্ষ দে পুরকায়স্থ ৪৫,২৮৯ ৩৪.৬২
বিজেপি মিশন রঞ্জন দাস ৪৪,৮২১ ৩৪.২১
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা সাহাবুল ইসলাম চৌধুরী ৩৪,২০৭ ২৬.১৫
স্বতন্ত্র নজরুল ইসলাম চৌধুরী ১,৭০৪ ১.৩০
স্বতন্ত্র আব্দুল আহাদ চৌধুরী ১,০৫২ ০.৮০
স্বতন্ত্র মঈনুদ্দিন ৭০৮ ০.৫৪
এসইউসিআই(সি) অরুণাংশু ভট্টাচার্য ৪৬৮ ০.৩৫
স্বতন্ত্র মহসিন আলম ৪২০ ০.৩২
স্বতন্ত্র সিবির আহমেদ ২৬৫ ০.২০
বিজিপি বিকাশকান্তি রায় ২৫৩ ০.১৯
স্বতন্ত্র দীপন নাথ ২৪১ ০.১৮
স্বতন্ত্র কায়সার আহমেদ চৌধুরী ২৩৭ ০.১৮
স্বতন্ত্র আমজাদ হুসেন ১৬১ ০.১২
স্বতন্ত্র তাজউদ্দিন চৌধুরী ১৪৪ ০.১১
স্বতন্ত্র অরুণ দাস ১৩৭ ০.১০
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬৭৪ ০.৫১
সংখ্যাগরিষ্ঠতা ৪৬৮ ০.৪১
ভোটার উপস্থিতি ১,৩০,৭৮১ ৭৬.২৬
নিবন্ধিত ভোটার ১,৭১,৪৭২
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "করিমগঞ্জ উত্তরের নির্বাচনী ফলাফল(২০২১)" (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  2. "নির্বাচন কমিশন অসমের বিধানসভা ও লোকসভা কেন্দ্রসমূহকে পুনর্গঠন করলো" (ইংরেজি ভাষায়)। প্রেস ইনফরমেশন ব্যুরো। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪ 
  3. "About Karimganj North constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  4. https://www.news18.com/assembly-elections-2021/assam/karimganj-north-election-result-s03a003/
  5. "List of Wiining MLA's from Ratabari (SC) Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  6. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।