করাচি বিশ্ববিদ্যালয়
করাচী বিশ্ববিদ্যালয় (উর্দু: جامعۂ كراچى; সিন্ধি: ڪراچي يونيورسٽي; অনানুষ্ঠানিকভাবে করাচি বিশ্ববিদ্যালয় (কেইউ)) পাকিস্তানের সিন্ধু, করাচিতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৫১ সালে এটি ফেডারেল বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হওয়া পাকিস্তানের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এর প্রধান স্থপতি ছিলেন খান বাহাদুর মির্জা মহসিন বেগ।[২][৩][৪][৫][৬][৭][৮]
جامعۂ كراچى | |
নীতিবাক্য | رَبِّ زدْنيِ عِلْماً (আরবি) اے میرے رب میرے علم میں اضافہ فرما (উর্দু) |
---|---|
বাংলায় নীতিবাক্য | হে আমার প্রভু, আমার জ্ঞান বাড়িয়ে দাও |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৫১ |
আচার্য | সিন্ধের গভর্নর |
উপাচার্য | অধ্যাপক ড. খালিদ মাহমুদ ইরাকি |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩৫০০[১] |
শিক্ষার্থী | ২৫,০০০+ (on-campus only)[১] |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | ১,২৭৯ একর (৫.১৮ বর্গকিলোমিটার)[১] |
পোশাকের রঙ | |
সংক্ষিপ্ত নাম | UoK, KU |
অধিভুক্তি | |
ওয়েবসাইট | uok |
মোট ৫১,৩৮০ জন পূর্ণকালীন শিক্ষার্থী এবং ১২০০ একর জুড়ে ক্যাম্পাসের আকার নিয়ে গঠিত করাচি বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানের বৃহত্তম বিশ্ববিদ্যালয় যা বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা গবেষণা এবং সামাজিক বিজ্ঞানের বহু শাখা-প্রশাখা গবেষণার জন্য বিশিষ্ট খ্যাতি সম্পন্ন।[৮] বিশ্ববিদ্যালয়টি নয়টি অনুষদের অধীনে পরিচালিত ৫৩টি বিভাগ এবং ১৯টি বিশ্বমানের গবেষণা ইনস্টিটিউট বিস্তৃত।[৯] এখানে ৮৯৩-এরও বেশি একাডেমিক এবং ২,৫০০-এরও বেশি সাপোর্টিং স্টাফ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করছেন।[৪][১০]
২০০৯ সালে, এই বিশ্ববিদ্যালয়ের নামটি বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০০টি বিশ্ববিদ্যালয়ের জন্য কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের নামানুসারে নামকরণ করা হয়েছিল, যদিও ২০১৬ সালে এশিয়া-র শীর্ষস্থানীয় ২৫০ এবং বিশ্বের ৭০১তম স্থানে ছিল। ২০১৯ সালে এটি বিশ্বের ৮০১তম এবং এশিয়ায় ২৫১তম স্থানে ছিল। বিশ্ববিদ্যালয়ের গবেষণাটিকে 'উচ্চ' হিসাবে স্থান দেওয়া হয়েছে।[১১][১২] বিশ্ববিদ্যালয়টি বিশ্বখ্যাত এবং উল্লেখযোগ্য পণ্ডিতদের সাথে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সাথে অনুষদ, গবেষক বা প্রাক্তন ছাত্র হিসাবে যুক্ত ছিলেন।[৯][১৩]
বিশ্ববিদ্যালয়টি যুক্তরাজ্যের কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাসোসিয়েশনের সদস্য।[১৪]
ইতিহাস
সম্পাদনা১৯৪৭ সালে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে পাকিস্তান প্রতিষ্ঠার সময়ে, উচ্চশিক্ষা ও গবেষণার উপায় দেশে নগন্য এবং হ্রাস পেয়েছিল।[৫] উচ্চ শিক্ষার আসন্ন প্রয়োজনের প্রতিক্রিয়া হিসাবে, পাকিস্তান সরকার উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রাসঙ্গিক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন শুরু করে এবং এভাবে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পরিচালিত নীতিমালার অধীনে দ্রুত আধুনিকীকরণের ব্যবস্থা গ্রহণ করেন।[১৫] করাচির বাসিন্দাদের দ্বারা একটি ভারী রাজনৈতিক তদবিরের পরে, ১৯৫১ সালে "ফেডারেল বিশ্ববিদ্যালয়" হিসাবে সংসদীয় অনুমোদনের মাধ্যমে করাচি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ সালের ২৩শে অক্টোবর করাচি বিশ্ববিদ্যালয় আইন অনুমোদিত হয়েছিল এবং ১৯৫১ সালে সংশোধনীর পরে এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রণয়ন করেছিলেন। এর প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞানী ডাঃ এ বি এ হালিম।[১৬] ১৯৫৩ সালে এটি দুটি অনুষদে শিক্ষকতা ও গবেষণা কার্যক্রম শুরু করে: কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদ।
প্রথম দুই বছর ধরে করাচি বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজগুলোর জন্য একটি পরীক্ষামূলক বিশ্ববিদ্যালয় হিসাবে থেকে যায়। বছরের পর বছরগুলোতে এই তালিকাটি এত দ্রুত প্রসারিত হয়েছিল যে সরকার কর্তৃক সিন্ধুর একটি "ফেডারেল গবেষণা বিশ্ববিদ্যালয়" হিসাবে সরকারীভাবে এর মর্যাদাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছিল, যা ১৯৬২ সালে আনুষ্ঠানিকভাবে অর্জিত হয়েছিল।[১৫] ৫০ জন শিক্ষার্থী গ্রহণের মাধ্যমে উন্মুক্ত এই বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, ইঞ্জিনিয়ারিং, আইন, ফার্মাসি, পরিচালনা ও প্রশাসনিক বিজ্ঞান ও মেডিসিন অনুষদের অধীনে ৫৩টি একাডেমিক বিভাগ এবং ২০টি গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউট রয়েছে। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের তালিকাভুক্তি প্রায় ২৮,০০০। প্রায় ১,০০০ অনুষদ সদস্য এবং ৩,০০০-এরও বেশি সমর্থক কর্মী রয়েছেন। ১৯৬০ সালের ১৮ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়টি ১,২৭৯ একর (৫.১৮ বর্গকিলোমিটার) উপর নতুন ক্যাম্পাসে স্থানান্তরিত হয় কান্ট্রি ক্লাব রোডে অবস্থিত (বর্তমানে বিশ্ববিদ্যালয় রোড, গুলোস্তান-জৌহর দিয়ে যেতে ),[১৭] উপাচার্য ডাঃ বশির আহমদ হাশমির অধীনে ১৯৬১ সালের ২২ জুন পরিচালনা শুরু হয়।
অতীতে নিযুক্ত উপাচার্যগণ
সম্পাদনাউপাচার্য | বিভাগ অনুষদ | মেয়াদ শুরু হওয়ার তারিখ | মেয়াদ শেষ-তারিখ | |
---|---|---|---|---|
অধ্যাপক আবু বকর আহমদ হালিম[১৮] | রাষ্ট্রবিজ্ঞান | ২৩ জুন ১৯৫১ | ২২ জুন ১৯৫৭ | |
অধ্যাপক বশির আহমদ হাশমি | ২৩ জুন ১৯৫৭ | ২২ জুন ১৯৬১ | ||
অধ্যাপক ইশতিয়াক হুসেন কুরেশি | ইতিহাস | ২৩ জুন ১৯৬১ | ২ আগস্ট ১৯৭১ | |
মাহমুদ হুসাইন | ইংরেজি সাহিত্য | ৩ আগস্ট ১৯৭১ | ৯ এপ্রিল ১৯৭৫ | |
অধ্যাপক সালেমুজ্জামান সিদ্দিকী (অন্তর্বর্তীকালীন) | রসায়ন | ১০ এপ্রিল ১৯৭৫ | ১৬ জানুয়ারি ১৯৭৬ | |
অধ্যাপক এহসান রাশিদ | অর্থনীতি | ৭ জানুয়ারি ১৯৭৬ | ৩১ আগস্ট ১৯৭৯ | |
অধ্যাপক এস মাসুম আলী তিরমিযী | পদার্থবিজ্ঞান | ১ সেপ্টেম্বর ১৯৭৯ | ৩১ আগস্ট ১৯৮৩ | |
অধ্যাপক জামিল জলবি | উর্দু সাহিত্য | ১ সেপ্টেম্বর ১৯৮৩ | ৩১ আগস্ট ১৯৮৭ | |
অধ্যাপক মনজুরউদ্দিন আহমদ | দর্শন | ১ সেপ্টেম্বর ১৯৮৭ | ৭ জুলাই ১৯৯০ | |
অধ্যাপক এস. ইরতাফাক আলী | উদ্ভিদবিজ্ঞান | ৮ জুলাই ১৯৯০ | ৬ জুলাই ১৯৯৪ | |
অধ্যাপক আবদুল ওয়াহাব (শিক্ষাবিদ) (ভারপ্রাপ্ত) | ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, করাচি | ৬ জুলাই ১৯৯৪ | ৪ এপ্রিল ১৯৯৫ | |
অধ্যাপক আবদুল ওয়াহাব (শিক্ষাবিদ) | ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, করাচি | ৫ এপ্রিল ১৯৯৫ | ৯ নভেম্বর ১৯৯৬ | |
অধ্যাপক হাফিজ এ পাশা | অর্থনীতি | ১০ নভেম্বর ১৯৯৬ | ২৪ জুলাই ১৯৯৭ | |
অধ্যাপক উসামা আব্বাসী | অর্থনীতি | ১ এপ্রিল ২০০৬ | ২৪ জুলাই ২০০৮ | |
অধ্যাপক জাফর এইচ | ২৫ জুলাই ১৯৯৭ | ৭ জানুয়ারি ২০০১ | ||
অধ্যাপক জাফর সাঈদ সাইফ (অন্তর্বর্তীকালীন) | ১২ জানুয়ারি ২০০১ | ২৮ ফেব্রুয়ারি ২০০১ | ||
অধ্যাপক জাফর সাঈদ সাইফ | ১ মার্চ ২০০১ | ৫ জানুয়ারি ২০০৪ | ||
অধ্যাপক পীরজাদা কাসিম | স্নায়ুবিজ্ঞান | ৬ জানুয়ারি ২০০৪ | ৯ ফেব্রুয়ারি ২০১২ | |
অধ্যাপক ড. মোহাম্মদ কায়সার | উদ্ভিদবিজ্ঞান | ১০ ফেব্রুয়ারি ২০১২ | ২৪ জানুয়ারি ২০১৭[১৯] | |
অধ্যাপক ড. মুহাম্মদ আজমল খান | উদ্ভিদবিজ্ঞান | ২৪ জানুয়ারি ২০১৭ | ৪ মে ২০১৯[২০] | |
অধ্যাপক ডা: খালিদ এম ইরাকি (অন্তর্বর্তী) | লোকশাসন | ৫ মে ২০১৯ | আজ পর্যন্ত |
বিদ্যায়তন
সম্পাদনাবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি করাচি শহর কেন্দ্র থেকে ১২ কিমি দূরে। ১,২৭৯ একর (৫.১৮ বর্গকিলোমিটার) জুড়ে ১,২৭৯ একর (৫.১৮ বর্গকিলোমিটার) অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাংশ শিক্ষার্থী বিদেশী যারা মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য প্রাচ্য এবং ইউরোপের মতো বিভিন্ন অঞ্চলের ২৩টি দেশ থেকে আগত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার একটি উচ্চমান রয়েছে, বহু অধ্যাপক সুপরিচিত পণ্ডিত এবং আন্তর্জাতিক খ্যাতিমান একাডেমিক এবং পিএইচডি অধিকারী ছিলেন।[২১] ৪০ বছরের অল্প সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানের পাশাপাশি আঞ্চলিকভাবে শিক্ষার ক্ষেত্রে উচ্চ মর্যাদায় উন্নীত হয়েছে।
একাডেমিক জোর
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের সর্বাধিক মর্যাদাপূর্ণ গবেষণা কেন্দ্রটি আন্তর্জাতিক রাসায়নিক ও জৈবিক বিজ্ঞান কেন্দ্র যা জৈব রসায়ন, জৈব রসায়ন, আণবিক ঔষধ, জিনোমিক্স, ন্যানো টেকনোলজি এবং অন্যান্য ক্ষেত্রে পিএইচডি করার জন্য ৫০০-এরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। হুসেইন ইব্রাহিম জামাল গবেষণা ইনস্টিটিউট অফ কেমিস্ট্রি, ড. পানজওয়ানি সেন্টার ফর মলিকুলার মেডিসিন অ্যান্ড ড্রাগ ড্রাগ এবং জামিল-উর-রহমান সেন্টার ফর জিনোম রিসার্চ এই বহু-শাখা-গবেষণা কেন্দ্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।[২২] এটি ২০১৬ সালে ইউনেস্কো কেন্দ্রের শ্রেষ্ঠত্ব কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছিল।[২৩] বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান এবং পরিসংখ্যান বিভাগগুলো সুপরিচিত বিভাগ এবং এর গবেষণা ফলাফল দেশে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[২৪][২৫]
তদ্ব্যতীত, গাণিতিক বিজ্ঞান বিভাগ বিজ্ঞান অনুষদের অন্যতম বৃহৎ বিভাগ, যার মধ্যে তিন তলার একটি বিল্ডিং রয়েছে যা সাংখ্যিক গণিতের জন্য একটি বৈদ্যুতিক পরীক্ষাগারের সমন্বয়ে গঠিত হয়।[২৬][২৭]
আর্কিটেকচার বিভাগ (বা ভিজ্যুয়াল স্টাডিজ) পুরস্কার প্রাপ্ত বিজয়ী ডিজাইনার, আর্কিটেক্ট এবং শিল্পীদের তৈরি করেছে, যারা পেশাদার বিশ্বে তাদের চিহ্নিত করে চলেছে।[২৮]
গ্রন্থাগার ব্যবস্থা
সম্পাদনা"ডঃ মাহমুদ হুসেন লাইব্রেরি" নামে পরিচিত করাচি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটিতে গবেষকরা এবং অগ্রিম পড়াশুনার শিক্ষার্থীদের এবং অনুষদের সদস্যদের ব্যবহারের জন্য ১,৬০০-এর দশকের প্রায় ৪,০০,০০০ খণ্ড রয়েছে।[২৯] গ্রন্থাগারটি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ব্যক্তিগত বইয়ের সংগ্রহের ডিপোজিটরিতে পরিণত হয়েছিল। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ও নির্মিত, ডাঃ মাহমুদ হুসেন গ্রন্থাগারটি একটি চাপিয়ে দেওয়া পাঁচটি গল্প এবং বেসমেন্ট কাঠামোটি দৃঢ়ভাবে ক্যাম্পাস কার্যক্রমের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে। ১৯টি গবেষণা প্রতিষ্ঠানের পণ্ডিতদের সাথে প্রায় একশ অধিক অনুমোদিত কলেজের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ঘন ঘন আসেন। করাচি অঞ্চলে অন্যান্য একাডেমিক সত্তার সাথে ঋণ এবং সংস্থান ভাগের ব্যবস্থা বিদ্যমান। একটি ডিজিটাল গ্রন্থাগার পণ্ডিত এবং শিক্ষার্থীদের অনলাইন বই এবং জার্নালে অ্যাক্সেস করতে সক্ষম করে। ২৫ জন গ্রন্থাগারিক, ১০ জন সহকারী গ্রন্থাগারিক এবং প্রায় ৯০ জন পেশাদার পাঠাগারটি বজায় রাখতে সহায়তা করে। ভবনটিতে ছয়টি পাঠকক্ষ রয়েছে সাধারণ উদ্দেশ্যে এবং ছয়টি গবেষণার জন্য। আন্তর্জাতিক রাসায়নিক ও জৈবিক বিজ্ঞান কেন্দ্র এর মধ্যে লতিফ ইব্রাহিম জামাল বিজ্ঞান তথ্য কেন্দ্র রয়েছে যা দূরশিক্ষার জাতীয় কেন্দ্রবিন্দু।[২২]
এর আগে করাচি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি নামে পরিচিত, ১৯৭৬ সালের ১২ এপ্রিল অধ্যাপকের প্রথম মৃত্যুবার্ষিকীতে করাচী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে প্রস্তাবের মাধ্যমে এটি ড. মাহমুদ হুসেন লাইব্রেরির নামকরণ করা হয়েছিল। মাহমুদ হুসেন খান[৩০] ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন এবং পাকিস্তানে সামাজিক বিজ্ঞানের শিক্ষায় তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে এই পাঠাগারটির নামকরণ করা হয়। ডঃ হুসেন হলেন প্রথম অধ্যাপক, বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাস অনুষদে নিযুক্ত হন। তিনি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গ্রন্থাগার বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠা করে পাকিস্তানের কাছে গ্রন্থাগার বিজ্ঞানের সূচনা করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের সদস্যদের সাথে সমপর্যায়ের জন্য লাইব্রেরি কর্মীদের স্ট্যাটাস উন্নীত করতে এবং স্কেল দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করেছিলেন।
করাচি বিশ্ববিদ্যালয় প্রেস
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টি বই, পাঠ্য, সাময়িকী এবং অন্যান্য একাডেমিক উপকরণ অভ্যন্তরীণ রচনা, সংকলন ও অনুবাদ ব্যুরো (বিসিসি এবং টি)-এর মাধ্যমে প্রকাশ করে।
অনুষদ এবং বিভাগসমূহ
সম্পাদনাকরাচি বিশ্ববিদ্যালয়ের ৯ টি অনুষদ রয়েছে:[৩১]
দক্ষতা | তালিকাভুক্ত সক্রিয় একাডেমিক বিভাগ (গুলো) এবং করাচি বিশ্ববিদ্যালয়ের (কেইউ) একাডেমিক চেয়ার (গুলো) |
---|---|
সামাজিক বিজ্ঞান অনুষদ |
|
প্রকৌশল অনুষদ |
|
পরিচালনা ও প্রশাসনিক বিজ্ঞান অনুষদ[৩২] |
|
প্রকৌশল অনুষদ |
|
শিক্ষা অনুষদ |
|
ইসলামিক স্টাডিজ অনুষদ |
|
আইন বিভাগ |
|
মেডিসিন অনুষদ |
|
ফার্মেসী অনুষদ |
|
বিজ্ঞান অনুষদ |
|
গবেষণা প্রতিষ্ঠান এবং কেন্দ্র
সম্পাদনা- ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রিসার্চ ইনস্টিটিউট
- ফলিত অর্থনীতি গবেষণা কেন্দ্র
- ইউরোপের জন্য অঞ্চল গবেষণা কেন্দ্র
- ডিজিটাল ফরেনসিক বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র
- সেন্টার অফ এক্সিলেন্স ফর উইমেন স্টাডি
- মেরিন বায়োলজিতে একাকীত্বের কেন্দ্র
- আণবিক জেনেটিক্স কেন্দ্র
- উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র
- কনফুসিয়াস ইনস্টিটিউট
- হুসেন ইব্রাহিম জামাল গবেষণা ইনস্টিটিউট অফ কেমিস্ট্রি
- আণবিক ওষুধের ডা. পানজওয়ানি কেন্দ্র
- জামিল-উর-রহমান জিনোম গবেষণা কেন্দ্র[৩৩]
- ডা. এ কিউ খান ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
- ক্লিনিকাল সাইকোলজি ইনস্টিটিউট
- পরিবেশগত স্টাডিজ ইনস্টিটিউট
- ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউট
- মুখ্য যোগাযোগ নেটওয়ার্ক বিভাগ[৩৪]
- সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউট
- এম.এ.এইচ.কিউ জৈবিক গবেষণা কেন্দ্র
- প্রোটিওমিক্সের জন্য জাতীয় কেন্দ্র
- জাতীয় নেমাটোলজিকাল রিসার্চ সেন্টার
- পাকিস্তান স্টাডি সেন্টার
- শেখ জায়েদ ইসলামী কেন্দ্র
- ইনস্টিটিউট অফ স্পেস অ্যান্ড প্ল্যানেটারি অ্যাস্ট্রোফিজিক্স
- টেকসই হ্যালোফাইট ব্যবহারের জন্য ইনস্টিটিউট
- মেরিন রেফারেন্স এবং গবেষণা সংগ্রহ কেন্দ্র
প্রাক্তন ছাত্র এবং ব্যক্তি
সম্পাদনা১৯৫১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় বিশিষ্ট পণ্ডিত এবং প্রখ্যাত শিক্ষাবিদকে এর অনুষদ সদস্য, গবেষক এবং সংশ্লিষ্ট আলেম হিসাবে আকৃষ্ট করেছে। রবীন্দ্র কৌশিক, ইকবাল হুসেন কুরেশি, রফিউদ্দিন রাজ, মাহমুদ হুসেন, সালেমুজ্জামান সিদ্দিকী, আবদুল কাদির খান, আইএইচ কুরেশি, রাজীউদ্দিন সিদ্দিকী, আতা-উর রহমান, অধ্যাপক ও শিক্ষাবিদগণ। খুরশীদ আহমেদ সংখ্যায় কম যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।[৫] অনুষদটি কেবল পাকিস্তান থেকে নয়, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদদেরও অন্তর্ভুক্ত ছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "University of Karachi : Welcome"। www.uok.edu.pk। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯।
- ↑ Rizwan-ul-Haq (জুন ১৭, ২০১৩)। "2013 rank: Three Pakistani universities among world's top 200"। Express Tribune. Haq। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ APP (জুলাই ৫, ২০১৩)। "HEC announced ranking of Pakistani universities 2013"। GEO News। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ Ahtesham Azhar (১৬ এপ্রিল ২০১৩)। "KU lacks facilities for handicapped students"। Daily Times, Pakistan। এপ্রিল ১৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ গ KU Press। "Our History"। KU Press। ১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Mukhtar Alam (অক্টোবর ৩০, ২০০১)। "Worries of foreign students"। dawn news, area studies 2001। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ APP (জুন ২৮, ২০১২)। "Enhancing relations: KU plays host to Thai students"। Express Tribune, 2012। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ Newspaper edition (৭ জুলাই ২০১৩)। "Sri Lanka seeks KU help to set up research facility"। dawn news, srilanka। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ Karachi University Press। "Who are result WE?"। Karachi University Press। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ APP (জুলাই ৫, ২০১৩)। "HEC announced ranking of Pakistani universities 2013"। The News International, 2013। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "THE – QS World University Rankings 2009 – top universities"। ২০১০-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।
- ↑ "Here's how 6 Pakistani universities ranked worldwide – The Express Tribune"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৯।
- ↑ Khan, Afshan S. (আগস্ট ১৬, ২০১৩)। "Jang Group honours top universities"। The News Internationale, Islamabad Bureau। ৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ACU press listing। "ACU Members – Asia – Central and South"। ACU Members listing। ACU Members listing। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ ক খ Nasib Akhtar; Riazul Islam (অক্টোবর ১৯৭৮)। "A History of the University of Karachi" (Hardcover)। B.C.C.&T Press University of Karachi।
- ↑ MUBARAK HUSAIN (জানু ৩০, ২০১৩)। "Karachi University & its history"। The News Internationale, Geneva। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Archived copy"। ২০১১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১৪। History
- ↑ KUP। "Former Vice Chancellors"। Karachi University Press। Vice-Chancellors of Karachi University Press। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Dr Ajmal Khan appointed as KU VC"। The Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১২।
- ↑ Tribune.com.pk (২০১৯-০৫-০৪)। "KU Vice-Chancellor Dr Ajmal Khan passes away"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬।
- ↑ "History of University of Karachi"। ২০১১-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৫।
- ↑ ক খ imedia.com.pk, Interactive Media Pakistan -। "International Center for Chemical and Biological Sciences"। iccs.edu। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- ↑ "ICCBS of Pakistan Becomes UNESCO's Category-II Partner - DNA News Agency"। ২১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- ↑ "Dept of Stats"।
- ↑ UoK। "Dept. of Physics"। Dept of Physics। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Dept of Mathematical Sciences" (পিডিএফ)। Dept of Mathematical Sciences। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "KU Mathematical Sciences"। KU Mathematical Sciences। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Dept. of Visual Studies"। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Dr. Mahmud Husain Library"। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Dr. Mahmud Husain Library"। uok.edu.pk। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- ↑ "UoK Faculties"। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১।
- ↑ "Faculties"। www.uok.edu.pk। সংগ্রহের তারিখ ২০১৭-০২-১২।
- ↑ "International Center of Chemical and Biological Sciences"। iccs.edu। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৮।
- ↑ "Main Communication Network"। www.uok.edu.pk। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯।