করাচি মেট্রোপলিটন কর্পোরেশন ভবন
করাচি মেট্রোপলিটন কর্পোরেশন (কেএমসি) ভবন হল করাচির মুহাম্মদ আলী জিন্নাহ সড়কে অবস্থিত একটি ঐতিহাসিক ভবন। ১৯২৭ সালে ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, ১৯৩০ সালে এটির কাজ শেষ করা হয় এবং ১৯৩২ সালে এটি উদ্বোধন করা হয়। [১]
সাধারণ তথ্যাবলী | |
---|---|
ঠিকানা | এমএ জিন্নাহ সড়ক, করাচি |
দেশ | পাকিস্তান |
স্থানাঙ্ক | ২৪°৫১′৩৬″ উত্তর ৬৭°০০′৩৬″ পূর্ব / ২৪.৮৬০০০° উত্তর ৬৭.০১০০০° পূর্ব |
সম্পূর্ণ | ১৯৩০ |
উদ্বোধন | ১৯৩২ |
২০০৭ সালের জানুয়ারিতে, সিন্ধুর গভর্নর ইশরাত-উল-ইবাদ খান "হামারা করাচি উৎসব ২০০৭" অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন। এই উৎসবের মাধ্যমে করাচির শহর জেলা সরকার ভবনের ৭৫তম বার্ষিকী পালন করে। "হামারা করাচি উৎসব ২০০৭"-এর অনুষ্ঠানের মধ্যে মুশাইরা, প্রদর্শনী এবং সাংস্কৃতিক ও সামাজিক ক্রিয়াকলাপ অন্তর্ভুক্ত ছিল। এই উৎসবে রাষ্ট্রপতি পারভেজ মোশাররফসহ পাকিস্তানের অনেক নামী ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভবনটি সংস্কার করার জন্য একটি প্রকল্প নেয়া হয়েছিল, যাতে ঘড়ির টাওয়ারটির মেরামতও অন্তর্ভুক্ত ছিল।[১]
চিত্রশালা
সম্পাদনা-
রাতের বেলায়
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "The past is another story..."। ২২ ডিসেম্বর ২০০৮।