কবি-কাহিনী
কবি-কাহিনী (কবিকাহিনী) হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।[১][২][৩] এটি তাঁর ষোল বছর বয়সে ৫৩-টি পৃষ্ঠায় ১৮৭৮ সালে প্রকাশিত হয়।[১][২][৩] "বনফুল" কাব্যগ্রন্থটি পূর্ববর্তী হলেও, "কবি-কাহিনী"-ই তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ।[১][২] এর কবিতাগুলি "ভারতী" সাহিত্য পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়।[১] এতে বিহারীলাল চক্রবর্তীর প্রভাব সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়।[৩] রবীন্দ্রনাথের বন্ধু প্রবোধচন্দ্র ঘোষ হলেন গ্রন্থটির প্রকাশক।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "কবিকাহিনী'র সূচি"। onushilon.org। ২০২০-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮।
- ↑ ক খ গ "Econophys - Kolkata IV : A Bibliography of Rabindranath Tagore"। www.isical.ac.in। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮।
- ↑ ক খ গ "কবিগুরুর সাহিত্যকর্ম"। risingbd.com। ২০১৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯।