কবিরাজপুর ইউনিয়ন

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন

কবিরাজপুর ইউনিয়ন বাংলাদেশর ঢাকা বিভাগের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি ইউনিয়ন যা ৯টি গ্রাম নিয়ে গঠিত।[]

কবিরাজপুর
ইউনিয়ন
কবিরাজপুর ঢাকা বিভাগ-এ অবস্থিত
কবিরাজপুর
কবিরাজপুর
কবিরাজপুর বাংলাদেশ-এ অবস্থিত
কবিরাজপুর
কবিরাজপুর
বাংলাদেশে কবিরাজপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৬′২৭″ উত্তর ৯০°২′৮″ পূর্ব / ২৩.২৭৪১৭° উত্তর ৯০.০৩৫৫৬° পূর্ব / 23.27417; 90.03556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলামাদারীপুর জেলা
উপজেলারাজৈর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমো‌ঃ টিপু সুলতান[]
আয়তন
 • মোট১৩.১ বর্গকিমি (৫.১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট১৪,২১২
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪২.২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ভৌগোলিক উপাত্ত

সম্পাদনা

ইউনিয়নের মোট আয়তন ৩,২৩৭ একর বা ১৩.১০ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ৯টি। ঘরবাড়ির সংখ্যা ৩,০৯০টি। এই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদী।

এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ১টি। মসজিদের সংখ্যা ৬০টি এবং মন্দিরের সংখ্যা ৭টি।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কবিরাজপুর ইউনিয়নের ৩,০৯০টি পরিবারে মোট জনসংখ্যা ১৪,২১২ জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১১০০ জন লোক বাস করে। এদের মধ্যে ৬,৮১৬ জন পুরুষ ও ৭,৩৯৬ জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯২। মুসলিম ধর্মালম্বী ১৩,৫৩৭ জন ও হিন্দু ধর্মালম্বী ৬৭৫ জন।[]

শিক্ষা

সম্পাদনা

২০১১ সালের হিসেব অনুযায়ী কবিরাজপুর ইউনিয়নের ইউনিয়নের সাক্ষরতার হার ৪২.২% (পুরুষ ৪৫.৩%, মহিলা-৪৩.২%)।[] এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কবিরাজপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  2. COMMUNITY REPORT: MADARIPUR (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ফেব্রুয়ারি ২০১৫। আইএসবিএন 978-984-33-8597-0। ২৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২০