কবিতা সিংহ

ভারতীয় লেখিকা

কবিতা সিংহ (১৬ অক্টোবর ১৯৩১ - ১৫ অক্টোবর ১৯৯৮)[] একজন বাঙালি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। জীবিকাসূত্রে তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। বিংশ শতাব্দীর শেষার্ধে সক্রিয় এই কবি-সাংবাদিক ছিলেন আধুনিক কর্মজীবী সৃজনশীল নারীর মডেল।[] তিনি কখনও কখনও ছদ্মনাম সুলতানা চৌধুরী ব্যবহার করেছেন। তিনি একজন নারীবাদী লেখিকা।[][]

কবিতা সিংহ
কবিতা সিংহ
জন্ম(১৯৩১-১০-১৬)১৬ অক্টোবর ১৯৩১
ভবানীপুর কলকাতা, ব্রিটিশ ভারত
মৃত্যু১৫ অক্টোবর ১৯৯৮(1998-10-15) (বয়স ৬৬)
বোস্টন, যুক্তরাষ্ট্র
ছদ্মনামসুলতানা চৌধুরী
পেশাসাংবাদিক, কবি, গল্পকার ও ঔপন্যাসিক
ভাষাবাংলা
জাতীয়তাব্রিটিশ ভারতীয় (১৯৩১-১৯৪৭)
ভারতীয়(১৯৪৭-১৯৯৮)
শিক্ষা প্রতিষ্ঠানআশুতোষ কলেজ
উল্লেখযোগ্য পুরস্কারলীলা পুরস্কার
মতিলাল পুরস্কার
ভূয়ালকা পুরস্কার
দাম্পত্যসঙ্গীবিমল রায়চৌধুরী

জীবনবৃত্তান্ত

সম্পাদনা

তার জন্ম ১৬ অক্টোবর, ১৯৩১ খ্রিষ্টাব্দে কলকাতার ভবানীপুরে। পিতা শৈলেন্দ্রনাথ সিংহ। মা অন্নপূর্ণা সিংহের অনুপ্রেরণাতে কৈশোরেই তার কবিতা লেখা আর ছবি আঁকতে শেখা। মাত্র কুড়ি বছর বয়সে বাড়ির অমতে সহপাঠী গল্পকার-নাট্যকার-কবি বিমল রায়চৌধুরীকে বিবাহ করেন কবিতা।

কর্মজীবন

সম্পাদনা

বাড়ির অমতে বিবাহ করায় দুজনকে পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে কঠিন সংগ্রাম করে ঠিকে থাকতে হয়েছে। অমৃতবাজার পত্রিকায় কলমচি হিসাবে কর্মজীবন শুরু করেন। অ্যাজ আই সি এই শিরোনামে লিখতেন। প্রচুর টিউশনি করেছেন। কিছুকাল শিক্ষকতা করেছেন।[] তিনি আকাশবাণীর ‘শ্রবণী’ অনুষ্ঠানের প্রোডিউসার হিসেবে কাজ করেছেন।

কাব্যকৃতি

সম্পাদনা

কবিতা সিংহ পাঁচেক দশকে স্বামী ও অন্যান্যদের প্রেরণায় কবিতা আন্দোলনে জড়িয়ে পড়েন। [] ১৯৪৬-এ তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার সম্পর্কে বলা হয়েছে, তার চিন্তা-চেতনা, জীবন দর্শন এবং ভাবনাভঙ্গী সমসময়ের থেকে অনেকখানি এগিয়ে ছিল। তার স্বরে ও বক্তব্যে প্রতিধ্বনিত হতো সুগভীর আত্মপ্রত্যয়। সমাজের একপার্শ্বিকতাকে ভেঙে তিনি নতুন ভবিষ্যতের স্বপ্ন ব্যক্ত করেছেন। তার কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে আত্ম-অন্বেষণের প্রশ্ন উত্থাপিত হয়েছে।[] বন্ধুরা তাকে "ভার্জিনিয়া উলফ" বলে ডাকতেন।[]

প্রকাশনা

সম্পাদনা

কবিতা সিংহের কবিতা, গল্প উপন্যাস নিয়ে বইয়ের সংখ্যা চল্লিশের বেশি।[] কাব্যগ্রন্থের সংখ্যা তিনটি। তার প্রথম উপন্যাস "পাপপুণ্য পেরিয়ে" প্রকাশিত হয় ১৯৬৪ খ্রিষ্টাব্দে। এটি একটি মনস্তাত্ত্বিক যাতে আধুনিক দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে অভূতপূর্ব দৃষ্টিপাত রয়েছে।

রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ-
  • চারজন রাগী যুবতী (১৯৫৬)
  • সোনারূপার কাঠি (১৯৫৬)
  • একটি খারাপ মেয়ের গল্প (১৯৫৮)
  • নায়িকা প্রতিনায়িকা (১৯৬০)
  • পাপপুণ্য পেরিয়ে (১৯৬৪)
  • সহজ সুন্দরী (১৯৬৫)
  • সপ্তাদশ অশ্বারোহী (১৯৭৪)[]
  • কবিতা পরমেশ্বরী (১৯৭৬)
  • পৌরুষ (১৯৮৪)
  • মোমের তাজমহল

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি, ২০১৯ পৃষ্ঠা ৭৭, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. "নারী-সাংবাদিকতায় পথিকৃৎ কবিতা সিংহ : পূরবী বসু"। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  3. কবিতা সিংহ
  4. শিশিরকুমার দাশ (২০১৯)। সংসদ বাংলা সাহিত্যসঙ্গী। সাহিত্য সংসদ, কলকাতা। পৃষ্ঠা ৪৩। আইএসবিএন 978-81-7955-007-9 
  5. ফিরে দেখা কবিতা সিংহ : প্রমিতা ভৌমিক

বহিঃসংযোগ

সম্পাদনা