কপিলাবস্তু জেলা
নেপালের জেলা
(কপিলবস্তু জেলা থেকে পুনর্নির্দেশিত)
কপিলবস্তু জেলা (নেপালি: कपिलवस्तु जिल्ला , প্রায়ই কপিলবস্তু, হচ্ছে নেপালের পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের লুম্বিনী অঞ্চলের একটি জেলা। তোউলিহাওয়া হচ্ছে এই জেলার সদরদপ্তর। এই জেলার আয়তন ১,৭৩৮ কিমি২ (৬৭১ মা২)।। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৪৮১,৯৭৬ জন এবং ২০১১ সালের আদমশুমারি অনুসারে লোকসংখ্যা ৫৭১,৯৩৬ জন।
কপিলবস্তু জেলা कपिलवस्तु जिल्ला | |
---|---|
জেলা | |
নেপালের মানচিত্রে কপিলবস্তু জেলার অবস্থান | |
দেশ | নেপাল |
বিকাস ক্ষেত্র | পশ্চিমাঞ্চল) |
অঞ্চল | Lumbini |
আয়তন | |
• মোট | ১৭৩৮ বর্গকিমি (৬৭১ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ৫,৭১,৯৩৬ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৫০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
প্রধান ভাষা(গুলি) | নেপালি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |