কন্যাদান
কন্যাদান হলো হিন্দু বিবাহের একটি রীতি।[১] এই প্রথার একটি সম্ভাব্য উৎস দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের ১৫শ শতাব্দীর শিলালিপিতে পাওয়া যায়।[২] দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে কন্যাদানের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে।
কন্যাদান অনুষ্ঠান সিঁদুরদান (সিন্দুরাদান) রীতির আগে সম্পন্ন হয়।
অর্থ
সম্পাদনাকন্যাদান শব্দটি সংস্কৃত শব্দ কন্যা (অবিবাহিত মেয়ে) এবং দান (দান করা) থেকে এসেছে। এটি প্রথায় পিতা তার কন্যাকে পাত্রের হাতে অর্পণ করেন। এটি একটি পরিবারের দায়িত্ব ও যত্ন অন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রতীক।[৩]
কন্যাদান গান
সম্পাদনাবিবাহের এই রীতিতে বিভিন্ন ধরনের কন্যাদান গান পরিবেশিত হতে পারে। এই গানগুলোতে অনেক সময় পিতা-মাতা কন্যাকে হারানোর শোক প্রকাশ পায়। অন্যদিকে কিছু গান বরকে কেন্দ্র করে থাকে এবং তাকে কখনও কখনও রামায়ণে "আদর্শ বর", রামচন্দ্রের সঙ্গে তুলনা করা হয়।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Enslin, Elizabeth. "Imagined Sisters: The Ambiguities of Women’s Poetics and Collective Actions". Selves in Time and Place: Identities, Experience, and History in Nepal. Ed. Debra Skinner, Alfred Pach III, and Dorothy Holland. Lanham; Boulder; New York; Oxford: Rowman & Littlefield Publishers, Inc., 1998 (269-299).
- ↑ Mahalingam, T. v (১৯৪০)। Administration And Social Life Under Vijayanagar। পৃষ্ঠা ২২৫–২৫৬।
- ↑ Hunt, Stephen; Hunt, Professor Stephen (২০১০)। Religions of the East। The Library of Essays on Sexuality and Religion। Florence: Taylor and Francis। আইএসবিএন 978-1-351-90476-6।
- ↑ Henry, Edward O. "Folk Song Genres and Their Melodies in India: Music Use and Genre Process". Asian Music (Spring-Summer 2000). JSTOR. 20 February 2008.