কনস্তান্তিন চেরনেনকো
কনস্তান্তিন উস্ত্রিনোভিচ চেরনেনকো (রুশ: Константин Устинович Черненко; ২৪ সেপ্টেম্বার ১৯১১- ১০ মার্চ ১৯৮৫) একজন সোভিয়েত রাজনীতিবিদ ছিলেন যিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টির পঞ্চম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ১৩ ফেব্রুয়ারি ১৯৮৪ থেকে ১০ মার্চ ১৯৮৫ সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নকে নেতৃত্ব প্রদান করেন।
কনস্তান্তিন চেরনেনকো Константин Черненко | |
---|---|
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক | |
কাজের মেয়াদ ১৩ ফেব্রুয়ারি ১৯৮৪ – ১০ মার্চ ১৯৮৫ | |
পূর্বসূরী | ইউরি আন্দ্রোপভ |
উত্তরসূরী | মিখাইল গর্বাচেভ |
প্রেসিডিয়াম সুপ্রিম সোভিয়েতের সভাপতি | |
কাজের মেয়াদ ১১ এপ্রিল ১৯৮৪ – ১০ মার্চ ১৯৮৫ | |
পূর্বসূরী | ইউরি আন্দ্রোপভ ভাসিলি কুজনেৎসভ (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | আন্দ্রেই গ্রোমিকো |
সোভিয়েত কমিউনিস্ট পার্টির যুগ্ম মহাসচিব | |
কাজের মেয়াদ ১০ নভেম্বার ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি ১৯৮৪ | |
পূর্বসূরী | ইউরি আন্দ্রোপভ |
উত্তরসূরী | মিখাইল গর্বাচেভ (দে ফ্যাক্তো) |
কাজের মেয়াদ ২৫ জানুয়ারি ১৯৮৪ – ২৪ মে ১৯৮২ | |
পূর্বসূরী | মিখাইল সুসলভ |
উত্তরসূরী | ইউরি আন্দ্রোপভ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কনস্তান্তিন উস্ত্রিনোভিচ চেরনেনকো ২৪ সেপ্টেম্বর ১৯১১ বলশায়া তেস, ইয়েনিসেইস্ক গভর্নরতন্ত্র, রুশ সাম্রাজ্য |
মৃত্যু | ১০ মার্চ ১৯৮৫ মস্কো, রুশ সোভিয়েত যুক্তরাষ্ট্রীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন | (বয়স ৭৩)
মৃত্যুর কারণ | এমফাইসিমা এবং হার্ট অ্যাটাক |
সমাধিস্থল | ক্রেমলিন ওয়াল নেক্রোপলিস, মস্কো, রাশিয়া |
নাগরিকত্ব | সোভিয়েত |
জাতীয়তা | ইউক্রেনীয় |
রাজনৈতিক দল | সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি (১৯৩১- ১৯৮৫) |
দাম্পত্য সঙ্গী | ফাইনা ভাসিলিয়েভনা চেরনেনকো আনা দামিত্রিয়েভনা লিউবিমভা (বি. ১৯৪৪) |
সন্তান | আলবার্ট চেরনেনকো ভেরা চেরনেনকো ইয়েলেনা চেরনেনকো ভ্লাদিমির চেরনেনকো |
পুরস্কার | |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | সোভিয়েত ইউনিয়ন |
শাখা | সোভিয়েত সামরিক বাহিনী |
কাজের মেয়াদ | ১৯৩০- ১৯৩৩ |
তার এমফাইসিমা, হেপাটাইটিস এবং সিরোসিস ছিল। ১৯৮৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ১৩ মাস সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছিলেন। রুশ দার্শনিক অ্যালবার্ট চেরনেনকো ছিলেন তার প্রথম পক্ষের সন্তান।[১]