কনকাপৈত ইউনিয়ন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

[]কনকাপৈত বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

কনকাপৈত
ইউনিয়ন
৯নং কনকাপৈত ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
কনকাপৈত চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কনকাপৈত
কনকাপৈত
কনকাপৈত বাংলাদেশ-এ অবস্থিত
কনকাপৈত
কনকাপৈত
বাংলাদেশে কনকাপৈত ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১০′৪২″ উত্তর ৯১°১৭′১৩″ পূর্ব / ২৩.১৭৮৩৩° উত্তর ৯১.২৮৬৯৪° পূর্ব / 23.17833; 91.28694 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসন২৫৯(চৌদ্দগ্রাম১১)
সরকার
 • সাবেক রেলপথও ধর্মমন্ত্রী,জাতীয় সংসদের সাবেক হুইপ।মোঃ মুজিবুল হক (বাংলাদেশ আওয়ামীলীগ)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

১৭.৫ বর্গ কিলোমিটার

জনসংখ্যা

সম্পাদনা

৫০,০০০/- প্রায়

অবস্থান ও সীমানা

সম্পাদনা

চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ-মধ্যাংশে কনকাপৈত ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে মুন্সিরহাট ইউনিয়ন; পূর্বে বাতিসা ইউনিয়ন; দক্ষিণে চিওড়া ইউনিয়ন এবং পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন, রায়কোট দক্ষিণ ইউনিয়নরায়কোট ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

কনকাপৈত ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামসমূহ হল:

  • করপাটি
  • মরকটা
  • আগুনশাইল
  • মাসকরা
  • চন্দ্রপুর
  • কোমারডোগা
  • তারাশাইল
  • দুর্গাপুর
  • জঙ্গলপুর
  • বুদ্দিন
  • কনকাপৈত
  • জাগজুর
  • পাঠানপাড়া
  • ভানুশ্বর
  • মলিয়ারা
  • পদুয়া
  • আতাকরা
  • সুবর্ণপুর
  • বসকরা
  • কালকোট
  • দৌলতপুর
  • পন্নারা
  • লাউলাইশ
  • কাগাইশ
  • ভুলকরা
  • সাজানপুর
  • হিঙ্গুলা


শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

এখানে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা ,বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া অনেক গুলো শিশু শিক্ষা প্রতিষ্ঠান যেমন নুরানি মাদ্রাসা, কিন্ডারগার্ডেন ইত্যাদি।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

কলেজ

  • আলহাজ্ব নূর মিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ

টেকনিক্যাল কলেজ

  • আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউট

মাদ্রাসা'

  • করপাটি আদর্শ মিশন মহিলা মাদ্রাসা
  • কনকাপৈত ইসলামিয়া মাদ্রাসা
  • মরকটা ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসা
  • আতাকরা হাজী সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসা

মাধ্যমিক বিদ্যালয়

  • কনকাপৈত মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়
  • হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয়
  • তারাশাইল উচ্চ বিদ্যালয়
  • মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়
  • করপাটি হাজী মনিরউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

  • মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোমারডোগা(দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আগুনশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কনকাপৈত(বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কনকাপৈত(বালিকা) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জাগজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

১/ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ভায়া আমজাদের বাজার- কনকাপৈত সড়ক

২/শাহ ফখরুদ্দিন সড়ক(করপাটি বাজার -ভানুস্বর)

৩/ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ভায়া নানকরা-তারাশাইল-কনকাপৈত সড়ক

এছাড়া চিওড়া রাস্তার মাথা থেকে সিএনজি যোগেও এই ইউনিয়নে যাতায়াত করা যায়।

খাল ও নদী

সম্পাদনা

কনকাপৈত ইউনিয়ন ডাকাতিয়া নদী তীরে অবস্থিত। এই ইউনিয়ন পরিষদের এ ১টি নদী ও ১৩টি খাল রয়েছে।

হাট-বাজার

সম্পাদনা
  • কনকাপৈত বাজার।
  • তারাশাইল বাজার।
  • হিংগুলা বাজার।
  • ভুলকরা বাজার।
  • আ,কা,ব বাজার

(আতাকরা,কালকোট,বশকরা)

  • একতা বাজার।
  • করপাটি বাজার
  • মরকটা বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • চানখাঁর দীঘি
  • মরকটা ব্রিজ
  • বসকরা-কোমারডোগা সংযোগ সড়ক

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোঃ জাফর ইকবাল

আরও দেখুন

সম্পাদনা
  • গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্ব-

০১— কাজী জাফর আহমেদ (সাবেক প্রধানমন্ত্রী)

০২— কাজী জহিরুল কাইয়ুম বাচ্চু (সাবেক সংসদ সদস্য)

০৩— বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি (সাবেক হুইপ,ধর্ম ও রেলপথমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য)

০৪— কবি ড.কামাল আবু নাছের চৌধুরী (প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, সাবেক সচিব,জনপ্রশাসন মন্ত্রনালয়)

০৫— প্রকৌশলী ওয়াহিদুর রহমান (সাবেক প্রধান প্রকৌশলী,এলজিএইডি)

তথ্যসূত্র

সম্পাদনা

  1. নামঃ-রিয়াজ ব্যাপারি, গ্রামঃ-করপাটি।

বহিঃসংযোগ

সম্পাদনা