কঙ্গো প্রজাতন্ত্রে ইসলাম

কঙ্গো প্রজাতন্ত্রের ধর্ম

উনিশ শতকের মধ্যভাগে ইসলাম উত্তর আফ্রিকা থেকে কঙ্গো প্রজাতন্ত্রে ছড়ায়।[] অনুমান করা হয় দেশের মুসলিম জনগোষ্ঠী মোট জনসংখ্যার ১.৩ শতাংশ। ২০০৫ সালে ব্রাজাভিলিতে একটি নতুন নতুন মসজিদ নির্মিত হয়েছিল। নগর কেন্দ্রগুলোর বেশিরভাগ শ্রমিক পশ্চিম আফ্রিকা এবং লেবানন থেকে আগত অভিবাসী ছিলেন এবং উত্তর আফ্রিকার কিছু লোক ছিলেন। পশ্চিম আফ্রিকার অভিবাসীরা বেশিরভাগই মালি, বেনিন, টোগো, মৌরিতানিয়া এবং সেনেগাল থেকে এসেছিলেন। লেবানীয়রা মূলত সুন্নি মুসলমান ছিল। এখানে একটি বিশাল চাদিয় মুসলিম জনসংখ্যাও ছিল।

মুসলিম পবিত্র দিনগুলো জাতীয়ভাবে পালন করা হয় না; তবে, সম্মানিত হয়। নিয়োগকর্তারা জাতীয় ছুটির তালিকায় নেই এমন পবিত্র দিনগুলি যারা পালন করতে চান তাদের জন্য ছুটি মঞ্জুর করেন।[] বর্তমানে মুসলমানদের সংখ্যা আরও বেড়ে আনুমানিক ৬% হয়ে গেছে।

তথ্যসূত্র

সম্পাদনা