কঙ্গনা রানাওয়াত
কঙ্গনা রানাওয়াত (উচ্চারিত [kəŋɡənaː raːɳoːʈʰ]; কঙ্গনা রনৌত, জন্ম: ২৩ মার্চ ১৯৮৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি নিজেকে বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন। তিনি মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তন্মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ও একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪টি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। ফোর্বসের ভারতের ১০০ তারকা তালিকায় ছয়বার তার নাম এসেছে। ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।
কঙ্গনা রানাওয়াত | |
---|---|
জন্ম | ভাম্বলা, মণ্ডী জেলা, হিমাচল প্রদেশ, ভারত | ২৩ মার্চ ১৯৮৭
অন্যান্য নাম | কঙ্গনা রনৌত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পুরস্কার | সম্পূর্ণ তালিকা |
সম্মাননা | পদ্মশ্রী (২০২০) |
ওয়েবসাইট | officialkanganaranaut |
হিমাচল প্রদেশের ছোট শহর ভাম্বলায় জন্মগ্রহণকারী রানাওয়াত তার পিতামাতার পীড়াপীড়িতে শুরুতে ডাক্তার হতে চেয়েছিলেন। তার নিজের কর্মজীবন শুরুর লক্ষ্যে তিনি ১৬ বছর বয়সে দিল্লিতে পাড়ি জমান এবং অল্প সময় মডেলিং করেন। মঞ্চ পরিচালক অরবিন্দ গৌড়ের নিকট প্রশিক্ষণ লাভের পর রানাওয়াত ২০০৬ সালের থ্রিলার চলচ্চিত্র গ্যাংস্টার-এর মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তিনি নাট্যধর্মী ওহ্ লামহে (২০০৬), লাইফ ইন আ... মেট্রো (২০০৭), ও ফ্যাশন (২০০৮) চলচ্চিত্রে ভাবানুভূতিপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তন্মধ্যে ফ্যাশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
কঙ্গনা মিডিয়াতে তার সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত এবং নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
প্রাথমিক জীবন
সম্পাদনাকঙ্গনা ১৯৮৭ সালের ২৩ মার্চ হিমাচল প্রদেশের মান্দি জেলার একটি শহরের রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন।[১][২][৩] তার মা আশা রানাওয়াত একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা অমরদ্বীপ রানাওয়াত একজন ব্যবসায়ী।[৪] তার রাঙ্গোলী নামের একটি বড় বোন এবং আকশাত নামে ছোট ভাই রয়েছে।[৫][৬] তার পিতামহ সারজু সিং রানাওয়াত আইনসভার একজন খ্যাতনামা সদস্য ছিলেন এবং তার দাদীমা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন কর্মকর্তা ছিলেন।[৭] তিনি ভাম্বলার পৈতৃৃক বাড়িতে যৌথ পরিবারের মধ্যে দিয়ে লালিত পালিত হন এবং তার শৈশবকাল "সাধারণ ও সুখী" ছিল বলে বর্ণনা করেন।[৬][৮]
চলচ্চিত্রের তালিকা এবং পুরস্কার
সম্পাদনানির্বাচিত চলচ্চিত্রসমূহ
সম্পাদনা- গ্যাংস্টার (২০০৬)
- লাইফ ইন এ... মেট্রো (২০০৭)
- ফ্যাশন (২০০৮)
- রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস (২০০৯)
- ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই (২০১০)
- তনু ওয়েডস মনু (২০১১)
- কৃষ ৩ (২০১৩)
- কুইন (২০১৪)
- তনু ওয়েডস মনু: রিটার্নস (২০১৫)
- মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি (২০১৯)
- পাঙ্গা (২০২০)
- ধকড় (২০২২)
- ইমার্জেন্সি (২০২৫-এর চলচ্চিত্র) মুক্তির অপেক্ষায়
পুরস্কার
সম্পাদনারানাওয়াত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তন্মধ্যে ফ্যাশন (২০০৮) চলচ্চিত্রের জন্য একবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং কুইন (২০১৪), তনু ওয়েডস মনু (২০১৫) ও মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি (২০১৯) চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। এছাড়াও তিনি ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পুরস্কার পান যথাক্রমে গ্যাংস্টার (২০০৬) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে, ফ্যাশন (২০০৮) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে, কুইন (২০১৪) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবং তনু ওয়েডস মনু (২০১৫) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে। শিল্পকলায় অবদানের জন্য ২০২০ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে।[৯][১০][১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ সিং, প্রশান্ত (২৩ মার্চ ২০১৩)। "I am not fond of surprise birthdays: Kangana Ranaut"। হিন্দুস্তান টাইমস। ৩০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ দেশমুখ, অশ্বিনী (১ জুলাই ২০১১)। "Kangna: Men Keep Hitting On Me"। iDiva। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ Sharma, Chander S. (২১ ডিসেম্বর ২০০৪)। "Kangana Ranaut makes her debut in Bollywood"। The Tribune। ২১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ "Biography of Kangna Ranaut"। জি নিউজ। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ সিং, সুহানি (৫ মার্চ ২০১৪)। "It no longer matters what others think of me: Kangana"। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৪।
- ↑ ক খ কেবিআর, উপলা (৩ ডিসেম্বর ২০১০)। "Peek into Ranaut's rich lifestyle"। মিড ডে। ১০ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ গুপ্তা, প্রিয়া (১৩ মার্চ ২০১৩)। "Married people need to go to a psychiatrist: Kangana"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪।
- ↑ দোভাল, প্রতিষ্ঠা (অক্টোবর ২০১০)। "Kangna gets candid"। কসমোপলিটান। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৪।
- ↑ "Press Note" (পিডিএফ)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৫ জানুয়ারি ২০২০। ২২ মে ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
- ↑ "Padma Shri Awards 2020: This is what Kangana Ranaut, Karan Johar, Adnan Sami and others have to say on being honoured with the prestigious awards"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
- ↑ জোশী, রওনক (২৬ জানুয়ারি ২০২০)। "Govt to honour Kangana Ranaut, KJo & Ekta Kapoor with Padma Shri; overwhelmed celebs respond"। ইকোনমিক টাইমস। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে কঙ্গনা রানাওয়াত
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কঙ্গনা রানাওয়াত (ইংরেজি)
- আলোসিনেতে কঙ্গনা রানাওয়াত (ফরাসি)
- ডেনীয় চলচ্চিত্র ডেটাবেসে কঙ্গনা রানাওয়াত
- পোর্ট.এইচইউয়ে কঙ্গনা রানাওয়াত (হাঙ্গেরিয়)
- বলিউড হাঙ্গামায় কঙ্গনা রানাওয়াত
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে কঙ্গনা রানাওয়াত (ইংরেজি)
- মেটাক্রিটিকে কঙ্গনা রানাওয়াত
- রটেন টম্যাটোসে কঙ্গনা রানাওয়াত (ইংরেজি)