ওসামু শিমোমুরা
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
ওসামু শিমোমুরা একজন জাপানি জৈব রসায়নবিজ্ঞানী এবং মেরিন জীববিজ্ঞানী। তিনি মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরী এবং বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন এর ইমেরিটাস অধ্যাপক। তিনি ২০০৮ সালে মার্টিন চেলফি এবং রজার ওয়াই. তিসিয়েন এর সাথে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
ওসামু শিমোমুরা | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৯ অক্টোবর ২০১৮ | (বয়স ৯০)
জাতীয়তা | জাপান[১] |
মাতৃশিক্ষায়তন | নাগাসাকি বিশ্ববিদ্যালয় নাগোয়া বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | Asahi Prize (2006) রসায়নে নোবেল পুরস্কার (২০০৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
প্রতিষ্ঠানসমূহ | প্রিন্সটন বিশ্ববিদ্যালয় বোস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন মেরিন বায়োলজিক্যাল ল্যাবরেটরী |
জীবনী
সম্পাদনাশিমোমুরা ১৯২৮ সালের ২৭ অগাস্ট জন্মগ্রহণ করেন। তিনি নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে মাস্টার্স এবং ১৯৬০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Osamu Shimomura"। Nndb.com। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১০।
- ↑ http://www.nndb.com/people/626/000173107/