ওলে মোলার
ওলোফ ম্যানফ্রেড ওলে মোলার (২০ এপ্রিল ১৯০৬ – ২২ মার্চ ১৯৮৩; Olle Möller) ছিলেন একজন সুইডিশ-আমেরিকান দূরপাল্লার দৌড়বিদ, যিনি ১৯৩৯ সালে গার্ড জোহানসনের হত্যা এবং ১৯৫৯ সালে রুট লিন্ডের হত্যার জন্যও দোষী সাব্যস্ত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ""Det första stora mediemordet" (sep-12)"। Piratförlaget (সুইডিশ ভাষায়)। ২০১২-০৯-১৭। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৩।
- Lian, Tekst: Egil; Friis, Redigert av: Yan Calmeyer। "Mesterløperen (34) ble dømt for tre drap og fikk livet ødelagt – sannheten som kom frem i ettertid er skremmende"। www.klikk.no (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৩।