ওলে গানার সলশেয়ার

নরওয়েজীয় ফুটবলার

উলে গুনার সুলশার (Ole Gunnar Solskjær; জন্ম: ফেব্রুয়ারি ২৬, ১৯৭৩) একজন প্রাক্তন নরওয়েজীয় ফুটবলার যিনি বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব এর ব্যবস্থাপক। পেশাদার ফুটবলার হিসেবে ইংল্যান্ডে আসার আগে সুলশার নরওয়ে সেনাবাহিনীতে এক বছর কাজ করেন।[] তিনি অনিয়মিত ভাবে তৃতীয় বিভাগের দল ক্লাউজেনেনগেন এফ কে এ খেলতেন, পরে তিনি নরওয়ে প্রিমিয়ার লিগের দল মোল্ডে এফ কে দলে সরে আসেন ১৯৯৪ সালে। জুলাই ২৯, ১৯৯৬ সালে তিনি যোগ দেন ইউনাইটেডে, তখন তার ফি ছিল £১.৫ মিলিয়ন। ২০ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলা সুলশার ম্যানচেস্টার ইউনাইটেডেই তার ফুটবল জীবনের ইতি টেনেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি ৩৬৬ খেলায় ১২৬ গোল করেছেন। ১৯৯৯ সালের ত্রয়ী জেতা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ওলে গানার সলশেয়ার
২০১১ সালে মল্ডের ম্যানেজার হিসেবে সলশেয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওলে গানার সলশেয়ার[]
জন্ম (1973-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)[]
জন্ম স্থান ক্রিস্টিসুন্ড, নরওয়ে
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান ফরওয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড (তত্ত্বাবধায়ক ম্যানেজার)
যুব পর্যায়
১৯৮০–১৯৯০ ক্লসেনেঙ্গেন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯০–১৯৯৪ ক্লসেনেঙ্গেন ১০৯ (১১৫)
১৯৯৪–১৯৯৬ মল্ডে ৪২ (৩১)
১৯৯৬–২০০৭ ম্যানচেস্টার ইউনাইটেড ২৩৫ (৯১)
মোট ৩৮৬ (২৩৭)
জাতীয় দল
১৯৯৫–১৯৯৬ নরওয়ে ৬৭ (২৩ =)
পরিচালিত দল
২০১১–২০১৪ মল্ডে
২০১৪ কার্ডিফ
২০১৫– মল্ডে
২০১৮– ম্যানচেস্টার ইউনাইটেড
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

খেলার শেষের দিকে গোল করার প্রবণতার কারণে সলশেয়ার বিখ্যাত ছিলেন। প্রায়শই হারের মুখ থেকে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ড্র এমনকি বিজয় এনে দিয়েছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ১৯৯৯ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলায় বার্সেলোনার ক্যাম্প ন্যু তে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অতিরিক্ত সময়ে তার দেয়া বিজয়সূচক গোল।

২০০৭ সালের ২৭ আগস্ট গুরুতর হাঁটুর আঘাতের ফলে সুলশার তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে বাধ্য হন।[] তবে তিনি ওল্ড ট্রাফোর্ডেই তার কোচিং ক্যারিয়ার শুরু করবেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Solskjær: Ole Gunnar Solskjær: Manager"। BDFutbol। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৮ 
  2. "Carling Cups news: Meet the teams"। ৮ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০০৭ 
  3. United stalwart retires

বহিঃসংযোগ

সম্পাদনা