ওলেগ কোসারেভ
ওলেগ লিওনিডোভিচ কোসারেভ (জন্ম ১১ মার্চ, ১৯৬৬), দ্য এলিভেটর ম্যান নামে পরিচিত, একজন সোভিয়েত - রুশ ধারাবাহিক ধর্ষক, পেডোফাইল (শিশুদের প্রতি যৌনভাবে আকৃষ্ট) এবং ডাকাত। তাকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, সর্বশেষটি ২০১২ সালে। তার নিজের দাবি অনুসারে, তার অপরাধমূলক কর্মজীবনে তিনি কমপক্ষে ১৪০টি ধর্ষণ করেছিলেন, যার মধ্যে ৪০ টিরও বেশি আদালতে প্রমাণিত হয়েছিল। [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Register of Russian citizens who have committed sexual offenses against minors"। জুলাই ২৪, ২০১৩। মার্চ ২৪, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১৪।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- S. M. Dyshev. Russian gangsters. From 'thieves in law' to 'scumbags'. — М.: Eksmo, 2001. — 432 p. — আইএসবিএন ৫-০৪-০০১৬১৯-০.