ওরেলিয়াঁ চুয়ামেনি
ওরেলিয়াঁ চুয়ামেনি[টীকা ১] (ফরাসি উচ্চারণ: [ɔʁeljɛ̃ tʃuameni], ফরাসি: Aurélien Tchouaméni; জন্ম: ২৭ জানুয়ারি ২০০০) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগা-এর ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৭ জানুয়ারি ২০০০ | ||
জন্ম স্থান | রুঅঁ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ১৮ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০১১ | দার্তিগুয়ে | ||
২০১১–২০১৮ | বর্দো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | বর্দো বি | ১৬ | (৩) |
২০১৮–২০২০ | বর্দো | ২৫ | (০) |
২০২০–২০২২ | মোনাকো | ৭৪ | (৫) |
২০২২– | রিয়াল মাদ্রিদ | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-১৬ | ১১ | (০) |
২০১৬–২০১৭ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ১৪ | (০) |
২০১৭–২০১৮ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ১১ | (১) |
২০১৮ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ৭ | (০) |
২০১৯ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৫ | (০) |
২০২১ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৪ | (০) |
২০২১– | ফ্রান্স | ১২ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:০৯, ২১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৫৯, ১৩ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৬–০৭ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব দার্তিগুয়ের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে চুয়ামেনি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বর্দোর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৭–১৮ মৌসুমে, ফরাসি ক্লাব বর্দো বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন; বর্দো বি-এর হয়ে তিনি ১৬ ম্যাচে ৩টি গোল করেছেন। ২০১৭–১৮ মৌসুমেই তিনি বর্দোর মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ২১.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে বর্দো হতে মোনাকোয় যোগদান করেছেন।[৩]
২০১৫ সালে, চুয়ামেনি ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাওরেলিয়াঁ চুয়ামেনি ২০০০ সালের ২৭শে জানুয়ারি তারিখে উত্তর ফ্রান্সের রুঅঁ শহরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বর্দো শহরে বেড়ে ওঠেন। তিনি ক্যামেরুনীয় বংশোদ্ভূত।[৪]
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাচুয়ামেনি ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ২৭শে অক্টোবর তারিখে তিনি নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন;[৫] উক্ত প্রতিযোগিতায় তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। একই বছরে তিনি ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[৬][৭] তবে ১৬ দলের পর্বে তার দল স্পেন অনূর্ধ্ব-১৭ দলের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল;[৮] সেখানে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৯]
পাদটীকা
সম্পাদনা- ↑ এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tchouaméni"। Real Madrid C.F. - Web Oficial। ৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Aurélien Tchouaméni LaLiga Santander"। laliga.com। ২৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "Aurélien Tchouaméni à l'AS Monaco"। asmonaco.com (French ভাষায়)। AS Monaco FC। ২৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ "Mercato: un jeune Camerounais de 17ans signe au Fc Bordeaux"। ১৩ নভেম্বর ২০১৭।
- ↑ "Les dix-huit joueurs pour l'Euro 2017"। Fédération Française de Football (ফরাসি ভাষায়)। ৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১।
- ↑ "FIFA U-17 World Cup India 2017™: List of Players" (পিডিএফ)। ফিফা (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২১।
- ↑ "Faitout Maouassa arrivera lundi matin en Corée du Sud" (ফরাসি ভাষায়)। লেকিপে। ২১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭।
- ↑ "Match report – Round of 16 – Colombia v Germany" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১৬ অক্টোবর ২০১৭। ১৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯।
- ↑ "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফরাসি ফুটবল ফেডারেশনে ওরেলিয়াঁ চুয়ামেনি (ফরাসি)
- সকারওয়েতে ওরেলিয়াঁ চুয়ামেনি (ইংরেজি)
- বিডিফুটবলে ওরেলিয়াঁ চুয়ামেনি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ওরেলিয়াঁ চুয়ামেনি (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ওরেলিয়াঁ চুয়ামেনি (ইংরেজি)