ওরিয়েন্ট এয়ারওয়েজ
ওরিয়েন্ট এয়ারওয়েজ (ইংরেজি: Orient Airways) হল ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থা, যেটি পরবর্তীতে পিআইএ এবং এর ধারাক্রমে বাংলাদেশ বিমানের মূল পরিষেবা দানকারী সংস্থা।[১][২] এটি ১৯৪৬ সালে ভারতে প্রতিষ্ঠিত হয় এবং ভারত বিভক্তির পর ১৯৪৭ সালে পাকিস্তানে স্থানান্তরিত হয়।[১] এই পরিবহন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ছিলেন ইস্পাহানি গ্রুপের কর্ণধার মির্জা আহমেদ ইস্পাহানি।[৩]
প্রতিষ্ঠাকাল | ১৯৪৬ |
---|---|
কার্যক্রম শুরু | ২৩ অক্টোবর ১৯৪৬[১] |
কার্যক্রম শেষ | ১১ মার্চ ১৯৫৫[১] |
বিমানবহরের আকার | ২ |
প্রধান কোম্পানি | ইস্পাহানি গ্রুপ |
গুরুত্বপূর্ণ ব্যক্তি | মির্জা আহমেদ ইস্পাহানি |
প্রতিষ্ঠার ইতিহাস
সম্পাদনাদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই ১৯৪৬ সালে এই বিমান পরিষেবা কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ভারতের করকাতায়।[১][২] পরবর্তীতে পাকিস্তান সরকার সকল বেসরকারি বিমান পরিবহন সংস্থাকে একীভূত করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গঠন করলে এটিও ১৯৫৫ সালের ১১ মার্চ বিলুপ্ত হয়ে যায়।[১][৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "পাকিস্তানের বিমান ব্যবসার শিকড় রয়েছে কলকাতায়"। dailyhunt.in। ২১ মে ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮।
- ↑ ক খ এস.এম মাহফুজুর রহমান (জানুয়ারি ২০০৩)। "ওরিয়েন্ট এয়ারওয়েজ"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- ↑ ক খ "এমএম ইস্পাহানি"। দৈনিক বণিক বার্তা অনলাইন। ২৪ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]