ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউটিলিটি ও বিদ্যুৎ সংস্থা এবং এটি বাংলাদেশের খুলনায় অবস্থিত।[১][২][৩]
নীতিবাক্য | অবিরাম বিদ্যুৎ... |
---|---|
গঠিত | নভেম্বর ২০০২ |
ধরন | রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | বয়রা মেইন রোড, ছোট বয়রা, খুলনা, বাংলাদেশ |
অবস্থান |
|
স্থানাঙ্ক | ২২°৪৯′৪০″ উত্তর ৮৯°৩২′৩৭″ পূর্ব / ২২.৮২৭৭৩৬৭৬৩৫৮৭৪৭৭° উত্তর ৮৯.৫৪৩৬৬০৮২০৫৮৮৮৪° পূর্ব |
যে অঞ্চলে কাজ করে | খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শহর ও নগরাঞ্চল |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
ব্যবস্থাপনা পরিচালক | প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম |
প্রধান অঙ্গ | পরিচালনা পর্ষদ |
প্রধান প্রতিষ্ঠান | বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
ওয়েবসাইট | www.wzpdcl.gov.bd |
ইতিহাস
সম্পাদনাওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ২০০২ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কোম্পানি আইন ১৯৯৪ এর অধীনে একটি পাবলিক লিমিটেড সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পশ্চিম অঞ্চলটি খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ফরিদপুর অঞ্চলকে অন্তর্ভুক্ত করে ২০০৩ সালের ১ অক্টোবর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে রাখা হয়। সংস্থাটি ২০০৫ সালের ২৩ মার্চ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে অস্থায়ী বিক্রেতার চুক্তি (ভিএ) এবং অস্থায়ী বিদ্যুৎ বিক্রয় চুক্তি স্বাক্ষর করে। সংস্থাটি পশ্চিম অঞ্চলে বোর্ডের পরিচালনা ও বিতরণ গ্রহণ করেছে। পশ্চিমাঞ্চলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীরা ২০০৭ সালের ডিসেম্বরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডে যোগদান করেছিলেন। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Public hearing on proposed electricity price hike from Monday"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮।
- ↑ "Solar hope for Manpura"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮।
- ↑ "Power company 'drags feet' on prepaid electric meters in Khulna"। The Independent। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮।
- ↑ "West Zone Power Distribution Company Ltd (WZPDCL)"। wzpdcl.org.bd। ৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৮।