ওয়েসলে ফফানা
ওয়েসলে ফফানা (ফরাসি উচ্চারণ: [wɛslɛ fɔfana], ফরাসি: Wesley Fofana; জন্ম: ১৭ ডিসেম্বর ২০০০; ওয়েসলে ফফানা নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়।[৩] তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব সেঁত-এতিয়েন এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | [১] | ১৭ ডিসেম্বর ২০০০||
জন্ম স্থান | মার্সেই, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেঁত-এতিয়েন | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | রেপোস ভিত্রোলেস | ||
২০০৮–২০১০ | বাস্যাঁ মিনিয়ে | ||
২০১১ | পেনেস মিরাবো | ||
২০১১–২০১৫ | বেন এয়ার | ||
২০১৫–২০১৮ | সেঁত-এতিয়েন | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০১৯ | সেঁত-এতিয়েন ২ | ২১ | (০) |
২০১৯–২০২০ | সেঁত-এতিয়েন | ২০ | (১) |
২০২০– | লেস্টার সিটি | ১৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২০– | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৩, ৩১ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৬–০৭ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব রেপোস ভিত্রোলেসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফফানা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে বাস্যাঁ মিনিয়ে, পেনেস মিরাবো, বেন এয়ার এবং সেঁত-এতিয়েনের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, ফরাসি ক্লাব সেঁত-এতিয়েন ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন; সেঁত-এতিয়েন ২-এর হয়ে তিনি ২১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। অতঃপর ২০১৯–২০ মৌসুমে তিনি সেঁত-এতিয়েনে যোগদান করেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেঁত-এতিয়েন হতে ইংরেজ ক্লাব লেস্টার সিটিতে যোগদান করেছেন।[৪]
২০২০ সালে, ফফানা ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাওয়েসলে ফফানা ২০০০ সালের ১৭ই ডিসেম্বর তারিখে ফ্রান্সের মার্সেইে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[৫] তিনি মালীয় বংশোদ্ভূত।[৬] তিনি তার বাবা-মায়ের ছয় সন্তানের একজন।[৭]
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনাফফানা ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ৮ই অক্টোবর তারিখে তিনি লিশটেনস্টাইন অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wesley Fofana: Overview"। ESPN। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Wesley Fofana: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "2020/21 Premier League squads confirmed"। Premier League। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০।
- ↑ "Leicester sign teenage defender from Saint-Etienne in £30m deal"। talkSPORT। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২০।
- ↑ "Wesley Fofana"। L'Équipe (ফরাসি ভাষায়)। Paris। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০।
- ↑ "Mali : Meilleur Malien de la L1 (13ème j. ) : Hamari Traoré reste aux commandes"। Mali Actu। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২১।
- ↑ Hendrix, Hale (২০২০-১০-২৯)। "Wesley Fofana Childhood Story Plus Untold Biography Facts"। LifeBogger (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০৬।
- ↑ "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ফরাসি ফুটবল ফেডারেশনে ওয়েসলে ফফানা (ফরাসি)
- সকারওয়েতে ওয়েসলে ফফানা (ইংরেজি)
- সকারবেসে ওয়েসলে ফফানা (ইংরেজি)
- বিডিফুটবলে ওয়েসলে ফফানা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ওয়েসলে ফফানা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে ওয়েসলে ফফানা (ইংরেজি)