ওয়েব অনুসন্ধান ইঞ্জিন

ওয়েব সার্চ ইঞ্জিন বা আন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম। অনুসন্ধান ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে। ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।

একটি অন্তর্জাল ভিত্তিক ছবি অনুসন্ধানে চন্দ্রগ্রহণ অনুসন্ধানের ফলাফল।

ইতিহাস

সম্পাদনা

ইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিনের যাত্রা শুরু হয় ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। অবশ্য এর আগে ১৯৮৬ সালে হিউলেট প্যাকার্ড প্রতিষ্ঠান কর্তৃক প্রথম অনুসন্ধান ইঞ্জিন আবিষ্কৃত হয়। ১৯৯৪ সালে চালু হয় প্রথম পূর্ণ টেক্সট ওয়েব অনুসন্ধান ইঞ্জিন ওয়েবক্রলার।

ওয়েব অনুসন্ধান ইঞ্জিন যেভাবে কাজ করে

সম্পাদনা

ওয়েব সার্চ ইঞ্জিন মূলত তিনটি ধাপে কাজ করে:

1. ক্রলিং (Crawling)

সম্পাদনা

সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রলার (bots/spiders) ইন্টারলিঙ্ক অনুসরণ করে নতুন ক

2. ইনডেক্সিং (Indexing)

সম্পাদনা

ক্রলার দ্বারা সংগ্রহ করা ওয়েবপেজের তথ্য সার্চ ইঞ্জিনের ডাটাবেসে সংরক্ষণ (indexing) করাওয়েবপেজের টেক্সট, কীওয়ার্ড, ইমেজ, ভিডিও, মেটাডাটা ইত্যাদি বিশ্লেষণ করে এবং কোন কোন পৃষ্ঠাগুলো কোন কীওয়ার্ডের জন্য র‍্যাংক করতে পারে তা নির্ধারণ করে।

3. র‍্যাংকিং (Ranking) ও সার্চ রেজাল্ট প্রদর্শন

সম্পাদনা

যখন কেউ সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন তার ইনডেক্স থেকে সবচেয়ে প্রাসঙ্গিক ও মানসম্পন্ন পৃষ্ঠাগুলো অ্যালগরিদমের মাধ্যমে র‍্যাংক করে এবং সার্চ রেজাল্ট পৃষ্ঠায় (SERP) দেখায়। র‍্যাংকিং নির্ধারণে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে, যেমন:

  • কনটেন্টের প্রাসঙ্গিকতা (Relevance)
  • ব্যাকলিংক ও অথরিটি (Backlinks & Authority)
  • পেজের লোড স্পিড ও ইউজার এক্সপেরিয়েন্স (UX)
  • মোবাইল ফ্রেন্ডলিনেস
  • সার্চ ইন্টেন্ট ম্যাচিং

অনুসন্ধান ইঞ্জিনের তালিকা

সম্পাদনা
অনুসন্ধান ইঞ্জিন উৎপত্তি দেশ পরিসেবা বাংলা সংস্করণ
গুগল   মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হ্যাঁ
পিপীলিকা (বর্তমানে নিস্ক্রিয়)   বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ
ইয়াহু! জাপান   জাপান জাপান না
নাভের   দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া না
ইয়াণ্ডেক্স   রাশিয়া রাশিয়াসাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি না
ইয়াহু!   মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী না
বিং   মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী না
এওএল   মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র না
বাইডু   গণচীন চীন না
সোসো   গণচীন চীন না
ডাকডাকগো   মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী না
কিওওয়ান্ট   ফ্রান্স বিশ্বব্যাপী না

তথ্যসূত্র

সম্পাদনা
  প্রযুক্তি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি এটি সম্পাদনা করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।