ওয়ালি এডওয়ার্ডস
ওয়াল্টার জন এডওয়ার্ডস (ইংরেজি: Walter John Edwards; জন্ম: ২৩ ডিসেম্বর, ১৯৪৯) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে ১৯৭৪ থেকে ১৯৭৫ সময়কালে তিনটি টেস্ট ম্যাচ ও একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন ওয়ালি এডওয়ার্ডস। বর্তমানে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ায় সভাপতি হিসেবে ২০১১ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
ক্রিকেট তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটিংয়ের ধরন | বামহাতি ব্যাট | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৪–১৯৭৭ | ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ১৫ জানুয়ারি ২০১৭ |
ক্রিকেট প্রশাসন
সম্পাদনাখেলার জগৎ থেকে অবসর নেয়ার পর অস্ট্রেলীয় ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ছিলেন। এরপর ২০০২ সালে তাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি ১১ বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পরিষদেও দায়িত্ব পালন করেন।[১] ক্রিকেটের বাইরে এডওয়ার্ডসের নিজস্ব একটি সেচযন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Cricket Australia: Bio of Wally Edwards"। ২৯ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৪।
- ↑ Barrett, C. "The Tonk: Bob Hawke keeps talking a good game", The Age, http://www.theage.com.au/sport/cricket/the-tonk-bob-hawke-keeps-talking-a-good-game-20131215-2zfdm.html, Accessed 17 December 2013.
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ক্রিকেটআর্কাইভে ওয়ালি এডওয়ার্ডস (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- ইএসপিএনক্রিকইনফোতে ওয়ালি এডওয়ার্ডস (ইংরেজি)