ওয়াংনিয়া পঙ্গতে
ভারতীয় রাজনীতিবিদ
ওয়াংনিয়া পঙ্গতে (মৃত্যু: ১৫ জুন ২০১৩) একজন ভারতীয় ফুটবল খেলোয়াড় এবং রাজনীতিবিদ।
১৯৯০ সালে তিনি চ্যাংল্যাং উত্তর বিধানসভা কেন্দ্র থেকে অরুণাচল প্রদেশের বিধায়ক ছিলেন। [১] তিনি গবেষণা, গ্রন্থাগার, শ্রম ও কৃষির জন্য নৌপরিবহন মন্ত্রী (স্বতন্ত্র চার্জ) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৪ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। তিনি অরুণাচল প্রদেশের মিনারেল ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন।
মৃত্যু
সম্পাদনাপঙ্গতে ১৫ জুন ২০১৩ সালে একটি ট্র্যাফিক সংঘর্ষে মারা গিয়েছিলেন। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Election results"। Election Commission of India।
- ↑ Former Arunachal minister Wangnia Pongte dies in road accident
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |