ওয়াংকি লোয়াং
ভারতীয় রাজনীতিবিদ
ওয়াংকি লোয়াং ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ ও ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি ১৯৯৯ সাল থেকে অরুণাচল প্রদেশ বিধানসভা সদস্য হিসাবে নমসাং আসনের প্রতিনিধিত্ব করছেন। ডিসেম্বর ২০১৫ পর্যন্ত তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। এরপর তিনি ২১ জন বিধায়ককে নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে অরুণাচলের পিপলস পার্টিতে যোগ দেন। তিনি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অরুণাচল প্রদেশ বিধানসভার স্পিকার হন। [১][২][৩][৪] আলো লিবাং তাঁর ডেপুটি। [৫]
জুলাই ২০১৬ তে তিনি ৩০ জন বিধায়ককে নিয়ে অরুণাচলের পিপলস পার্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে ফিরে আসেন।
ডিসেম্বর ২০১৬ তে তিনি ৩২ জন বিধায়ককে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Wangki Lowang all set to become next Speaker of Arunachal Pradesh Assembly"। ১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ Arunachal Chief Minister, 29 Cong MLAs join PPA : PTI
- ↑ "Wangki Lowang selected as Speaker"। ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২১।
- ↑ Wangki Lowang all set to be Arunachal assembly Speaker
- ↑ "Alo Libang elected Arunachal deputy speaker"। ToI। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৬।