ওবায়দুর রহমান নবাব

বাংলাদেশী ফুটবলার

ওবায়দুর রহমান নবাব (জন্ম: ১৮ ডিসেম্বর ১৯৯৮; ওবায়দুর রহমান নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ক্লাব শেখ জামালের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

ওবায়দুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওবায়দুর রহমান নবাব
জন্ম (1998-12-18) ১৮ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৬)
জন্ম স্থান ফেনী, বাংলাদেশ
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
শেখ জামাল
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০১৬–২০১৯ এস্পায়ার অ্যাকাডেমি
২০১৯–২০২০ আল দুহাইল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০–২০২১ আল দুহাইল (০)
২০২১–২২ বসুন্ধরা কিংস (০)
২০২২মুক্তিযোদ্ধা সংসদ (ধার) ১০ (৩)
২০২২–২৩ শেখ জামাল (০)
২০২৩ – লুসাইল এস সি (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৩৯, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৩৯, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬–১৭ মৌসুমে, মাত্র ১৮ বছর বয়সে, কাতারি ফুটবল ক্লাব এস্পায়ার অ্যাকাডেমির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নবাব ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আল দুহাইলের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০২০–২১ মৌসুমে, কাতারি ক্লাব আল দুহাইলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন;[][][] আল দুহাইলের হয়ে এক মৌসুমে মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করার পর ২০২১–২২ মৌসুমে তিনি বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংসে যোগদান করেছেন। বসুন্ধরা কিংসে এক মৌসুম অতিবাহিত করার পর আরেক বাংলাদেশী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদে ধারে যোগদান করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৩টি গোল করেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি বসুন্ধরা কিংস হতে শেখ জামালে যোগদান করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ওবায়দুর রহমান নবাব ১৯৯৮ সালের ১৮ই ডিসেম্বর তারিখে বাংলাদেশের ফেনী জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. sun, daily। "Nawab earns maiden nat'l call | Daily Sun |"daily sun 
  2. Nation, The New। "Lamos includes Nawab in BD preliminary football squad"The New Nation। ৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  3. "Bangladesh - O. Nawab - Profile with news, career statistics and history - Soccerway"int.soccerway.com 
  4. Save, Bangladesh Football। "ওবাইদুর রহমান : প্রবাসী বাংলা টাইগার"Save Bangladesh Football। ২৩ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 
  5. Save, Bangladesh Football। "নবাবের যেখানে শুরু, সেখানেই তরী ভিড়িয়েছেন বিশ্বসেরারা"Save Bangladesh Football। ২৩ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা