ওদ (ফরাসি: Aude) দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে পিরেনিজ পর্বতমালার পাদদেশে, ঐতিহ্যবাহী লংগদক অঞ্চলে অবস্থিত একটি দেপার্ত্যমঁ। এর উত্তরে তঁ, উত্তর-পূর্বে এরো, দক্ষিণে পিরেনে-ওরিয়ঁতাল, উত্তর-পশ্চিমে ওত-গারন ও পশ্চিমে আরিয়েজ দেপার্ত্যমঁগুলি, এবং পূর্বে লিওঁ উপসাগর অবস্থিত। ওদের আয়তন ৬,১৩৯ বর্গকিলোমিটার। ওদ নদী এখানকার বৃহত্তম নদী। অঞ্চলটি কৃষিপ্রধান; ওয়াইনের ব্যবসাও গুরুত্বপূর্ণ।[]

ওদ
Aude
ফ্রান্সের দেপার্ত্যমঁ
উপর থেকে নিচে, বাঁ থেকে ডানদিক: কার্কাসোন, প্রিফেকচার যেখান দিয়ে ওদ নদী বয়ে গেছে, মেডিতেরিনিয়ান উপকূল নার্বোন, কাউডেভাল এবং পেয়রিয়াক-ডে-মের এর নিকটে
ওদের পতাকা
পতাকা
ওদের প্রতীক
প্রতীক
ফ্রান্সে ওদের অবস্থান
ফ্রান্সে ওদের অবস্থান
স্থানাঙ্ক: ৪৩°৫′ উত্তর ২°২৫′ পূর্ব / ৪৩.০৮৩° উত্তর ২.৪১৭° পূর্ব / 43.083; 2.417
দেশফ্রান্স
অঞ্চলOccitanie
প্রিফেকচারCarcassonne
SubprefecturesLimoux
Narbonne
সরকার
 • President of the Departmental CouncilHélène Sandragné[] (PS)
আয়তন1
 • মোট৬,১৩৯ বর্গকিমি (২,৩৭০ বর্গমাইল)
জনসংখ্যা (Jan. 2017)
 • মোট৩,৭০,২৬০
 • ক্রম64th
 • জনঘনত্ব৬০/বর্গকিমি (১৬০/বর্গমাইল)
সময় অঞ্চলসিইটি (ইউটিসি+১)
 • গ্রীষ্মকালীন (দিসস)সিইএসটি (ইউটিসি+২)
Department number১১
বৃহত্তম শহরNarbonne
Arrondissements
ক্যান্টন১৯
কোম্যুন৪৩৩
^1 French Land Register data, which exclude estuaries, and lakes, ponds, and glaciers larger than 1 km2

ওদ দেপার্ত্যমঁ-র প্রশাসনিক কেন্দ্র তথা প্রেফেক্তুর হল কার্কাসন শহর। ওদ নদীটি শহরটি দ্বিবিভক্ত করে প্রবাহিত হয়েছে। নদীর বাম তীরে পড়েছে ভিল বাস এবং ডানদিকে পড়েছে মধ্যযুগীয় প্রাচীরঘেরা দুর্গশহর বা "সিতে"। ৫ম শতকে ভিজিগথ জাতির লোকেরা একটি রোমান শহরের ধ্বংসাবশেষের উপর দুর্গশহরটি নির্মাণ করে। ১৮৫৫ থেকে ১৮৭৯ সাল পর্যন্ত স্থপতি ভিওলে-ল্য-দুক এই দুর্গশহরটি পুনরুদ্ধার করেন। বর্তমানে এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। নার্বন শহর ভূমধ্যসাগর থেকে মাত্র ১২ কিমি ভেতরে অবস্থিত এবং কানাল দ্য লা রোবিন-এর মাধ্যমে সাগরের সাথে যুক্ত। আলে শহরের একটি ক্যাথিড্রালের ধ্বংসাবশেষ আছে; ৮৭৩ সালে এটির নির্মাণকাজ আরম্ভ হয়, ১০১৮ সালে এটি পুনর্নির্মাণ করা হয় এবং ১৫৭৭ সাকে প্রোটেস্টান্টরা এটিকে ভেঙে ফেলে। ১৭৯০ সালে পুরাতন লংদক প্রদেশের অংশবিশেষ নিয়ে ওদ দেপার্ত্যমঁটি গঠন করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Répertoire national des élus: les conseillers départementaux"data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (ফরাসি ভাষায়)। ৪ মে ২০২২। 
  2. "L'aude [Y1--0200] - Cours d'eau"www.sandre.eaufrance.fr (ফরাসি ভাষায়)। ২০২০-০৪-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২