ওতেল তের্মে মিল্লেপিনি
ওতেল তের্মে মিল্লেপিনি হচ্ছে একটি চার-তারকাবিশিষ্ট হোটেল যা ইতালির পাদুয়া এলাকার মোন্তেগ্রোত্তো তের্মেতে অবস্থিত। ১০০ কক্ষবিশিষ্ট এই হোটেলটিতে অবস্থিত পৃথিবীর গভীরতম সাঁতারের জলাশয়, ওয়াই-৪০, গিনেস বিশ্ব রেকর্ডে স্থান করে নিয়েছে।[১] এই হোটেলটি ১৯৯৭ সালে প্রথম নির্মিত হয় এবং ২০১৩ সালে আবার পুনঃনির্মাণ করা হয়।[২][৩]
ওতেল তের্মে মিল্লেপিনি | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
ধরন | হোটেল |
অবস্থান | মোন্তেগ্রোত্তো তের্মে, পাদুয়া, ইতালি |
ঠিকানা | ভিয়া কাতাইও ৪২, মোন্তেগ্রোত্তো তের্মে, ইতালি ৩৫০৩৬ |
স্থানাঙ্ক | ৪৫°১৯′০৮″ উত্তর ১১°৪৭′০৪″ পূর্ব / ৪৫.৩১৮৯৬৬° উত্তর ১১.৭৮৪৩৯৬° পূর্ব |
উন্মুক্ত হয়েছে | ১৯৯৭ |
সংস্কার | ২০১৩ |
পদক ও সম্মাননা | ডুব দেবার জন্য গভীরতম সাঁতারের জলাশয় হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃত |
সংস্কারণ দল | |
স্থপতি | এমানুয়েলে বোয়ারেত্তো |
অন্যান্য তথ্য | |
কক্ষসংখ্যা | ১০০ |
ওয়াই-৪০ সাঁতারের জলাশয়
সম্পাদনাওয়াই-৪০ "দ্য ডীপ জয়" সাঁতারের জলাশয়টি সর্বপ্রথম ৫ই জুন ২০১৪ তারিখে চালু করা হয়। স্থপতি এমানুয়েলে বোয়ারেত্তো এটির ণকশা করেন। ৪০ মিটার (১৩১ ফুট) গভীর এই সাঁতারের জলাশয়টি পৃথিবীর সবচেয়ে গভীরতম সাঁতারের জলাশয়। এটির জলধারণক্ষমতা ৪,৩০০ ঘনমিটার (১১,৩৬,০০০ ইউএস গ্যালন), যার তাপমাত্রা ৩২–৩৪ ডিগ্রি সেলসিয়াস (৯০–৯৩ ডিগ্রি ফারেনহাইট)-এ স্থিতিশীল রাখা হয়।[৪] সাঁতারের জলাশয়টিতে জলনিম্নস্থ গুহা এবং অতিথিদের হাঁটার জন্য ঝুলন্ত, স্বচ্ছ, জলনিম্নস্থ সুড়ঙ্গপথ রয়েছে। ১.৩ মিটার (৪.৩ ফুট) থেকে ১২ মিটার (৩৯ ফুট) পর্যন্ত সাঁতারের জলাশয়টিতে বিভিন্ন গভীরতার ঝাঁপ দেওয়ার মঞ্চ রয়েছে। সাঁতারের জলাশয়টির সম্মুখ দেয়াল ছোট হয়ে কূপাকৃতি চোঙের মতো সোজা ৪০ মিটার (১৩১ ফুট) নিচে গিয়েছে। হোটেলটি মুক্ত ঝাঁপ এবং স্কুবা ঝাঁপের টিকেট দিয়ে থাকে।[১][৫] সাঁতারের জলাশয়টি চালুর আগে ইতালীয় মুক্ত ঝাঁপদাতা উম্বের্তো পেলিৎজারি সর্বপ্রথম এর গভীরতা নিরূপণ করেন।[৪]
৫ই জুন ২০১৪ তারিখে চালুর সময় এটি ডুব দেওয়ার জন্য গভীরতম সাঁতারের জলাশয় হিসেবে গিনেস বিশ্ব রেকর্ড স্বীকৃতি লাভ করে।[৬] পূর্বে এই রেকর্ডটি বেলজিয়ামের নিমো-৩৩ জলাশয়ের দখলে ছিল।
চিত্রসম্ভার
সম্পাদনা-
কূপাকৃতির চুঙ্গির দৃশ্য যা ৪০ মিটার নিচ পর্যন্ত বিস্তৃত
-
সুড়ঙ্গপথ থেকে দৃশ্য যা অতিথিরা স্নানাধারটি দিয়ে হাঁটার সময় দেখতে পান
বহিঃসংযোগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Olivia Rzadkiewicz (২২ সেপ্টেম্বর ২০১৪)। "Dive into the world's deepest swimming pool at 130ft"। The Daily Telegraph। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Hotel Terme Millepini-Montegrotto Terme"। Incentive Magazine। Northstar Travel Media LLC। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Y-40: we are officially a Guinnes World records!"। Millepini। ২৬ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ ক খ Chloe Hamilton (২৩ সেপ্টেম্বর ২০১৪)। "Y-40 Deep Joy: This is the world's deepest swimming pool"। The Independent। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Y-40 The Deep Joy"। Y-40। ২৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।
- ↑ "Deepest swimming pool for diving"। Guinness World Records। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১৪।