ওতিলিয়া ব্রুমা
রোমানীয় গায়িকা
(ওটিলিয়া ব্রুমা থেকে পুনর্নির্দেশিত)
ওতিলিয়া ব্রুমা (জন্ম ১৩ জুন ১৯৯২; সুচাভা, রোমানিয়া), ওরফে ওতিলিয়া, হলেন একজন রোমানীয় পপ গায়িকা। ওতিলিয়া শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী ছিলেন। ২০১৪ সালে তিনি "বিলিওনেরা" গানটি প্রকাশ করে সাফল্য অর্জন করেন, গানটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। তারপর থেকে, ওতিলিয়াকে "বিলিওনেরা" নামেও অভিহিত করা হয়। ২০১৪ সালের গ্রীষ্মে, বিলিওনেরা গানটি বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান এবং ভারতের রেডিওতে প্রচারিত হয় ও সেইসব দেশে গানটি চার্টের #১ নং-এ পৌঁছায়।
ওতিলিয়া ব্রুমা | |
---|---|
জন্মনাম | Otilia Brumă |
উপনাম | ওতিলিয়া |
জন্ম | ১৩ জুন ১৯৯২ |
উদ্ভব | সুচাভা, রোমানিয়া |
ধরন | পপ, হাউস |
পেশা | গায়িকা |
কার্যকাল | ২০১২-বর্তমান |
লেবেল | রোটন মিউজিক, জে হ্যাপস রেকর্ডস |
প্রাথমিক জীবন
সম্পাদনাওতিলিয়া ১৯৯২ সালের ১৩ জুন রোমানিয়ার সুচাভার একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তার মায়ের নাম আদ্রিয়ানা ব্রুমা।
সঙ্গীত একক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জামদানি শাড়িতে ঢাকা মাতাবেন ওতিলিয়া | বিনোদন"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৪।
- ↑ "Otilia "Bilionera" a cucerit Turcia. Piesa are..."। romaniatv.net। ২৩ জানুয়ারি ২০১৫।
- ↑ "Otilia a primit din partea ambasadorului Turciei premiul "Cel mai celebru artist al anului 2014 in Turcia""। newsbucovina.ro।