এ স্টোলেন লাইফ (বই)
এ স্টোলেন লাইফ জেইসি লি ডুগার্ট কর্তৃক রচিত স্মৃতিকথা, যিনি মাত্র ১১ বছর বয়সে অপহরণের শিকার হন এবং এরপর তাকে ক্যালিফোর্নিয়ার কনট্রা কস্টা কাউন্টিতে ১৮ বছর ধরে বন্দি করে রাখা হয়। বইটি প্রকাশের পূর্বে এটি অ্যামাজনের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া বইয়ের তালিকায় শীর্ষে অবস্থান করে এবং প্রকাশের পর দ্যা নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিস্টে ৬ সপ্তাহ ধরে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া বই হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করে।[১]
লেখক | জেইসি লি ডুগার্ট |
---|---|
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
বিষয় | ১৯৯১ সালে জেইসি লি ডুগার্টের অপহরণের ঘটনা |
ধরন | বাস্তব ঘটনা, আত্মজীবনী, অপরাধ |
প্রকাশক | সাইমন এন্ড শুস্টার |
প্রকাশনার তারিখ | ১২ জুলাই ২০১১ |
পৃষ্ঠাসংখ্যা | ৩১৪ |
আইএসবিএন | ৯৭৮-১-৪৫১৬-২৯১৮-৭ |
ওসিএলসি | ৭৭৫৫৭১৫৮৮ |
পরবর্তী বই | ফ্রিডম: মাই বুক অব ফার্স্ট |
এ স্টোলেন লাইফ প্রকাশিত হয় ১২ জুলাই ২০১১ সালে, এটি প্রকাশ করে সাইমন এন্ড শুস্টার।[২][৩]
পটভূমি
সম্পাদনা১৯৯১ সালে জেইসি লি ডুগার্ট ক্যালিফোর্নিয়ার সাউথ লেক টাহো’র কাছে অপহৃত হন, সেই সময় তিনি বাড়ি থেকে বের হয়ে স্কুল বাস স্টপে হাঁটছিলেন। অবিচ্ছিন্নভাবে অনেক তদন্ত সত্ত্বেও অপহরণের পরে আঠারোো বছর পর্যন্ত ডুগার্টের কোন সন্ধান পাওয়া যায় নি। এ স্টোলেন লাইফ ডুগার্টের সেই আঠারোো বছরের কঠিন ও বেদনাদায়ক সময়ের গল্প, যা তিনি মানসিক রোগ বিশেষজ্ঞ রেবেকা বেইলির সাথে লিখেছিলেন; তার মানসিক চিকিৎসার অংশ হিসেবে।[৪]
অভ্যর্থনা
সম্পাদনাপ্রকাশনা সংস্থা সাইমন এন্ড শুস্টার প্রাথমিকভাবে বইটির ২০০,০০০ কপি মুদ্রণ করে এবং পরে চাহিদা বেড়ে যাওয়ায় আরো ১৫,০০০ কপি মুদ্রণ করে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের এক দিন পূর্বেই বইটি অ্যামাজনের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের তালিকায় শীর্ষ স্থান লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bestsellers: Hardcover Nonfiction"। The New York Times। জানুয়ারি ১০, ২০১৮। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২১, ২০১১।
- ↑ The Associated Press and Bee staff (মার্চ ১৫, ২০১৬)। "Jaycee Lee Dugard working on her second book"। The Sacramento Bee। মে ২১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১৬।
- ↑ "A Stolen Life"। জুন ৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১১, ২০১৬।
- ↑ Jessica Hopper (জুলাই ৭, ২০১১)। "Jaycee Dugard Interview: She Describes Giving Birth in Phillip Garrido's Backyard Prison"। ABC News। সংগ্রহের তারিখ জানুয়ারি ৮, ২০১৭।