এ বি এম শাহজাহান

বাংলাদেশী রাজনীতিবিদ

এ বি এম শাহজাহান (আনু. ১৯৪৮-৮ মে ২০১৮) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পাট প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাবেক সংসদ সদস্য[]

এ বি এম শাহজাহান
প্রতিমন্ত্রী -পাট মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯৮৮ – ১৯৯০
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
পূর্বসূরীআব্দুল মজিদ তালুকদার
উত্তরসূরীআব্দুল মজিদ তালুকদার
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৪৮
বগুড়া জেলা
মৃত্যু৮ মে ২০১৮
ঢাকা
রাজনৈতিক দলজাতীয় পার্টি
জাসদ (সিরাজ)
সন্তান৩ ছেলে
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রাথমিক জীবন

সম্পাদনা

এ বি এম শাহজাহান আনু. ১৯৪৮ সালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

সম্পাদনা

এ বি এম শাহজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর (বিএলএফ) বগুড়া অঞ্চলের কমান্ডার ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (সিরাজ) মনোনয়ন নিয়ে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১৯৮৮ থেকে ১৯৯০ মেয়াদে তিনি পাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।[]

তিনি ১৯৯১ সালের পঞ্চম, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

মৃত্যু

সম্পাদনা

এ বি এম শাহজাহান ৮ মে ২০১৮ সালে ঢাকার উত্তরায় মৃত্যুবরণ করেন। তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বগুড়া, নিজস্ব প্রতিবেদক (৮ মে ২০১৮)। "জাতীয় পার্টির সাবেক মহাসচিব শাহজাহান মারা গেছেন"দৈনিক প্রথম আলো। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ 
  2. বগুড়া, নিজস্ব প্রতিবেদক (৯ মে ২০১৮)। "জাপার সাবেক মহাসচিব এ বি এম শাহজাহানের ইন্তেকাল"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. যুগান্তর ডেস্ক (৯ মে ২০১৮)। "সাবেক প্রতিমন্ত্রী এবিএম শাহজাহানের ইন্তেকাল"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০