এ বি এম শাহজাহান
এ বি এম শাহজাহান (আনু. ১৯৪৮-৮ মে ২০১৮) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পাট প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাবেক সংসদ সদস্য।[১]
এ বি এম শাহজাহান | |
---|---|
প্রতিমন্ত্রী -পাট মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৯০ | |
পূর্বসূরী | আব্দুল মজিদ তালুকদার |
উত্তরসূরী | আব্দুল মজিদ তালুকদার |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আনু. ১৯৪৮ বগুড়া জেলা |
মৃত্যু | ৮ মে ২০১৮ ঢাকা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি জাসদ (সিরাজ) |
সন্তান | ৩ ছেলে |
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক জীবন
সম্পাদনাএ বি এম শাহজাহান আনু. ১৯৪৮ সালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাএ বি এম শাহজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর (বিএলএফ) বগুড়া অঞ্চলের কমান্ডার ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]
তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (সিরাজ) মনোনয়ন নিয়ে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[৩] এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪] ১৯৮৮ থেকে ১৯৯০ মেয়াদে তিনি পাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।[৫]
তিনি ১৯৯১ সালের পঞ্চম, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
মৃত্যু
সম্পাদনাএ বি এম শাহজাহান ৮ মে ২০১৮ সালে ঢাকার উত্তরায় মৃত্যুবরণ করেন। তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ বগুড়া, নিজস্ব প্রতিবেদক (৮ মে ২০১৮)। "জাতীয় পার্টির সাবেক মহাসচিব শাহজাহান মারা গেছেন"। দৈনিক প্রথম আলো। ১৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০।
- ↑ ক খ বগুড়া, নিজস্ব প্রতিবেদক (৯ মে ২০১৮)। "জাপার সাবেক মহাসচিব এ বি এম শাহজাহানের ইন্তেকাল"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ যুগান্তর ডেস্ক (৯ মে ২০১৮)। "সাবেক প্রতিমন্ত্রী এবিএম শাহজাহানের ইন্তেকাল"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২০।